বাংলাদেশের সাথে যোগাযোগ অব্যাহত রাখার প্রত্যয় মমতার
কূটনৈতিক রিপোর্টার
দীর্ঘ সাত বছর পর নবান্নে গেলেন ভারতে নিযুক্ত বাংলাদেশের কোনো হাইকমিশনার। সোমবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে সৌজন সাক্ষাৎ করেন ভারতে নিযুক্ত বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ।
মমতা ব্যানার্জির কার্যালয় ‘নবান্নে’ অনুষ্ঠিত এই সাক্ষাতের সময় মমতা ব্যানার্জি ভবিষ্যৎ বাংলাদেশের সাথে তার যোগাযোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন বলে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকা-দিল্লির সম্পর্কে নানা ধরনের টানাপোড়েন চলছে। পুশইনসহ নানা ইস্যুতে প্রায়ই দু’দেশের সম্পর্কে তৈরি হচ্ছে উত্তেজনা। এমনই প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ বিশেষ তাৎপর্যপূর্ণ।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পশ্চিমবঙ্গের মানুষের সাথে বাংলাদেশের জনগণের ঐতিহ্যগত সম্পর্ক সুদৃঢ় করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন রাজ্যটির মুখ্যমন্ত্রী। অত্যন্ত উষ্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত সৌজন্য বৈঠকে মুখ্যমন্ত্রী তার পক্ষ হতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইউনূস ও বাংলাদেশের জনগণের প্রতি শুভেচ্ছা জানাতে হাইকমিশনারকে অনুরোধ করেন।
প্রসঙ্গত, এটি ছিল ভারতের কোনো মুখ্যমন্ত্রীর সাথে বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনারের প্রথম সৌজন্য সাক্ষাৎ।
এদিন সাক্ষাৎকালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মানুষের মধ্যে যে চিরায়ত ভাষাগত, সাংস্কৃতিক ও অভিন্ন মূল্যবোধকেন্দ্রীক আত্মিক সম্পর্ক রয়েছে, তা অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের ঊর্ধ্বে বলে উল্লেখ করেন। তিনি ভবিষ্যৎ বাংলাদেশের সাথে তার যোগাযোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
দীর্ঘ সাত বছর পর নবান্নে গেলেন ভারতে নিযুক্ত বাংলাদেশের কোনো হাইকমিশনার। সোমবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে সৌজন সাক্ষাৎ করেন ভারতে নিযুক্ত বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ।
মমতা ব্যানার্জির কার্যালয় ‘নবান্নে’ অনুষ্ঠিত এই সাক্ষাতের সময় মমতা ব্যানার্জি ভবিষ্যৎ বাংলাদেশের সাথে তার যোগাযোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন বলে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকা-দিল্লির সম্পর্কে নানা ধরনের টানাপোড়েন চলছে। পুশইনসহ নানা ইস্যুতে প্রায়ই দু’দেশের সম্পর্কে তৈরি হচ্ছে উত্তেজনা। এমনই প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ বিশেষ তাৎপর্যপূর্ণ।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পশ্চিমবঙ্গের মানুষের সাথে বাংলাদেশের জনগণের ঐতিহ্যগত সম্পর্ক সুদৃঢ় করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন রাজ্যটির মুখ্যমন্ত্রী। অত্যন্ত উষ্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত সৌজন্য বৈঠকে মুখ্যমন্ত্রী তার পক্ষ হতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইউনূস ও বাংলাদেশের জনগণের প্রতি শুভেচ্ছা জানাতে হাইকমিশনারকে অনুরোধ করেন।
প্রসঙ্গত, এটি ছিল ভারতের কোনো মুখ্যমন্ত্রীর সাথে বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনারের প্রথম সৌজন্য সাক্ষাৎ।
এদিন সাক্ষাৎকালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মানুষের মধ্যে যে চিরায়ত ভাষাগত, সাংস্কৃতিক ও অভিন্ন মূল্যবোধকেন্দ্রীক আত্মিক সম্পর্ক রয়েছে, তা অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের ঊর্ধ্বে বলে উল্লেখ করেন। তিনি ভবিষ্যৎ বাংলাদেশের সাথে তার যোগাযোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
আগামী শুক্র ও শনিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম পুরোদমে চলবে। এ জন্য ঢাকা কাস্টমস হাউসের সব শুল্ক দলের অফিস খোলা থাকবে। বুধবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এসংক্রান্ত একটি আদেশ জারি করেছে।
১৩ মিনিট আগেবাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, জাতীয় নির্বাচনের দিন গণভোট চেয়ে জটিলতা তৈরি করছে বিএনপি। নভেম্বরে গণভোট হলে নির্বাচনের প্রস্তুতির জন্য যথেষ্ট সময় থাকবে। বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন।
৪০ মিনিট আগেসেন্টমার্টিন দ্বীপের অনন্য প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ভ্রমণের ক্ষেত্রে সরকার নতুন ১২ নির্দেশনা জারি করেছে। বুধবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পরিবেশ-২ শাখা হতে ১২টি নির্দেশনা সংবলিত প্রজ্ঞাপন জারি করা হয়।
৪০ মিনিট আগেপর্যটকদের অবশ্যই বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে টিকিট ক্রয় করতে হবে, যেখানে প্রতিটি টিকিটে ট্রাভেল পাস এবং কিউআর কোড সংযুক্ত থাকবে। কিউআর কোড ছাড়া টিকিট নকল হিসেবে গণ্য হবে।
১ ঘণ্টা আগে