আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শহীদ হাদির কবর জিয়ারতে আজও মানুষের ঢল

আমার দেশ অনলাইন

শহীদ হাদির কবর জিয়ারতে আজও মানুষের ঢল
ছবি: সংগৃহীত।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর আটদিন শেষ হয়ে এসেছে আরেকটি শুক্রবার। তবে তার প্রতি মানুষের ভালোবাসা বা আগ্রহ এখনো এতকুটুও কমেনি। বরং যেন দিন দিন বেড়েই চলছে। এই দিনও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে অবস্থিত কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধস্থলে শহীদ হাদির কবর দেখতে শতাধিক উপস্থিত হন শুভাকাঙ্ক্ষী।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে আসরের নামাজের পর নজরুল সমাধিসৌধের গেট খুলে দেওয়া হয় এবং এসময় হাদির কবর দেখার জন্য ভেতরে প্রবেশ করেন তার ভক্ত অনুরাগীরা।

বিজ্ঞাপন

ওসমান হাদির কবরের পাশে দাঁড়িয়ে জিয়ারত ও মোনাজাত করেন তারা। মোনাজাতে অনেকেই অশ্রুসজল চোখে হাদির হত্যার বিচার দাবি করেন, কেউ কেউ খুনিদের নিয়ে বিলাপও করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন