আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মিটফোর্ডের ঘটনায় আরো দুজন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

মিটফোর্ডের ঘটনায় আরো দুজন গ্রেপ্তার
নিহত ব্যবসায়ী সোহাগ।

পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতাল এলাকায় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যার ঘটনায় আরো দুজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- সজীব ও রাজিব। দুজনই মামলার এজহারভুক্ত আসামি। এ নিয়ে এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান আমার দেশকে জানান, রোববার রাত রাজধানী ও নেত্রকোনায় অভিযান চালিয়ে এ দুজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তাদেরকে ইতোমধ্যে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

গত ৯ জুলাই বুধবার বিকাল আনুমানিক ৬টার দিকে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের তিন নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর একদল লোক লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) নামে এক ব্যক্তিকে এলোপাতাড়িভাবে আঘাত করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। ঘটনার সংবাদ পাওয়ার পর কোতয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে ১০ জুলাই উক্ত ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য তা হাসপাতালের মর্গে পাঠায়।

হত্যাকাণ্ডের পর এজাহারভুক্ত আসামি মাহমুদুল হাসান মহিন (৪১) ও তারেক রহমান রবিন(২২) কে গ্রেপ্তার করা করে কোতোয়ালি থানা পুলিশ। তারেক রহমান রবিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। র‌্যাব গ্রেপ্তার করে দুজনকে। এরা হলো-আলমগীর (২৮) ও মনির ওরফে ছোট মনির (২৫)। শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১২টায় সোহাগ হত্যার ঘটনায় মো. টিটন গাজী (৩২) নামে আরও এক এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করে কোতয়ালী থানা পুলিশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন