আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রাষ্ট্রীয় শোকের মধ্যে প্রাথমিকে নিয়োগ পরীক্ষা, যা জানাল অধিদপ্তর

স্টাফ রিপোর্টার

রাষ্ট্রীয় শোকের মধ্যে প্রাথমিকে নিয়োগ পরীক্ষা, যা জানাল অধিদপ্তর

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার তিন দিনের (৩১ ডিসেম্বর, ১ ও ২ জানুয়ারি) রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এতে করে আগামী ২ জানুয়ারি অনুষ্ঠিতব্য প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা নির্ধারিত দিনে হবে কীনা তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে অনেক প্রার্থী। তবে রাষ্ট্রীয় শোক থাকলেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার সকালে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর, ১ ও ২ জানুয়ারি) রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেন। এর মধ্যেই ২ জানুয়ারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা থাকায় পরীক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়।

বিজ্ঞাপন

তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা এস এম মাহবুব আলম জানান, নিয়োগ পরীক্ষা পেছানোর বিষয়ে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত আসেনি। নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষার সব প্রস্তুতি নেওয়া হয়েছে। কোনো পরিবর্তন হলে তা যথাসময়ে জানিয়ে দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...