বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের উদ্যোগে রোববার ঢাকার খিলক্ষেতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য বিশেষায়িত প্রতিষ্ঠান ‘আশার আলো ঢাকা'র নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়।
সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব শারমীন এস মুরশিদ প্রধান অতিথি এবং নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান ও প্রেসিডেন্ট বিএনএফডব্লিউএ নাদিয়া সুলতানা বিশেষ অতিথি হিসেবে ঊপস্থিত থেকে আশার আলো ঢাকার নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন।
প্রধান অতিথি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি আরও সহানুভূতিশীল এবং এসকল শিশুদের শিক্ষা, চিকিৎসা ও মানসিক বিকাশে আরও যত্নশীল ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি স্কুলটির প্রচার, প্রসার, উন্নয়ন ও সফলতায় সরকারের পাশাপাশি সমাজের দায়িত্বশীল সকলের সহযোগিতা ও অংশগ্রহণের আহ্বান জানান।
‘বিশেষ শিক্ষার অধিকার’ এই মূল মন্ত্র নিয়ে নির্মিতব্য ‘আশার আলো ঢাকা'য় অটিজম, সেরিব্রাল পালসি, ডাউন সিনড্রোমসহ বিভিন্ন ক্যাটাগরির বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, প্রশিক্ষণ ও সেবা প্রদান করা হবে।
প্রতিষ্ঠানটিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের উপযোগী শ্রেণিকক্ষ, মাল্টি ডিসিপ্লিনারি থেরাপি জোন, ইনডোর প্লে এরিয়া, হাইড্রোথেরাপি পুল, আউটডোর সেন্সরি গার্ডেন এবং বিশেষ শিশুদের নিরাপদ চলাচলের জন্য র্যাম্প ও লিফট সুবিধাসহ এর স্থাপত্যের প্রতিটি রেখায় বিশেষ শিশুদের প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।
এ সময় অন্যান্যদের মধ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন, অর্থ মন্ত্রণালয়, নৌবাহিনী ও বিভিন্ন দাতা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, ঢাকা নৌ অঞ্চলের সামরিক ও অসামরিক ব্যক্তিবর্গ এবং চেয়ারম্যান বিএন লেডিস ক্লাব ঢাকা, চেয়ারম্যান নৌ পরিবার কল্যাণ সংঘ ঢাকা ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

