প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বেগম রোকেয়া ছিলেন সমাজ বির্নিমাণের পাথেয়। তিনি নারী সমাজকে আলোর পথে এনেছিলেন।
মঙ্গলবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বেগম রোকেয়া যে আদর্শ আমাদের দিতে চেয়েছিলেন, পুরস্কারপ্রাপ্তরা সেই পথেই নিয়ে যাবেন।
ড. ইউনূস বলেন, শুধু সম্মাননা জন্য নয়, ব্যর্থতাও আমাদের খুঁজতে হবে। কেন ১০০ বছরেও আরেকজন বেগম রোকেয়া আসলো না আমাদের পথ দেখাতে।
প্রতিবারের মতো এবারও নারীশিক্ষা, নারী অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে চার বিশিষ্ট নারীকে রোকেয়া পদক তুলে দিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে চার জনের হাতে রোকেয়া পদক তুলে দেন তিনি।
এবার পদক পেয়েছেন- নারীশিক্ষা শ্রেণিতে (গবেষণা) রুভানা রাকিব, নারী অধিকার শ্রেণিতে (শ্রম অধিকার) কল্পনা আক্তার, মানবাধিকার শ্রেণিতে নাবিলা ইদ্রিস ও নারী জাগরণ শ্রেণিতে (ক্রীড়া) ঋতুপর্ণা চাকমা।

