প্রতিবেদন জমা দিল নারী বিষয়ক সংস্কার কমিশন

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৫, ১৮: ১৪

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে নারী বিষয়ক সংস্কার কমিশন। শনিবার বিকাল ৪টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরীন পারভিন হক তাদের প্রতিবেদন জমা দিয়েছেন। এ সময় কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, কমিশন তার প্রতিবেদনে পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে নারীর অধিকার আদায় ও সমতা সৃষ্টিতে আশু, মধ্যমেয়াদি এবং দীর্ঘমেয়াদি—এই তিন ধাপে সুপারিশ করেছে। প্রতিবেদনে নারীর প্রতি সকল ধরনের বৈষম্যমূলক আইন সংস্কারের সুপারিশ করা হয়েছে। এছাড়া সংসদের আসন বাড়িয়ে ৬০০ করে তার অর্ধেক নারীর জন্য সংরক্ষিত রাখার সুপারিশ করা হয়েছে।

বিজ্ঞাপন

অন্তর্বর্তী সরকার গত ১৮ নভেম্বর নারীবিষয়ক সংস্কার কমিশন গঠন করে। এ কমিটির অন্য সদস্যরা হলেন, ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের সিনিয়র ফেলো মাহীন সুলতান, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি ফৌজিয়া করিম ফিরোজ, বাংলাদেশ গার্মেন্টস ও শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি কল্পনা আক্তার, নারী স্বাস্থ্য বিশেষজ্ঞ হালিদা হানুম আক্তার, বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্রের নির্বাহী পরিচালক সুমাইয়া ইসলাম, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান, এশিয়ান উন্নয়ন ব্যাংকের সিনিয়র সামাজিক উন্নয়ন উপদেষ্টা ফেরদৌসী সুলতানা, নারী পক্ষের পরিচালক কামরুন নাহার ও শিক্ষার্থী প্রতিনিধি নিশিতা জামান নিহা।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত