আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসকদের দাবি, ভারতের বিভিন্ন নম্বর থেকে ফোন করে তাদের হুমকি দেওয়া হচ্ছে এবং ব্যক্তিগত নম্বর ও অবস্থান সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) এক প্রেস ব্রিফিংয়ে হাদির সর্বশেষ শারীরিক অবস্থা তুলে ধরেন তার চিকিৎসক। তিনি জানান, মেডিকেল বোর্ডের সভার আগেই হাদির রিপিট সিটি স্ক্যান করা হয়। এতে মস্তিষ্কে তীব্র ইডেমা (পানি জমা), অক্সিজেনের ঘাটতি এবং কিছু অংশে ছিটা ছিটা রক্ত জমাট বাঁধার লক্ষণ পাওয়া গেছে। চিকিৎসকদের মতে, সর্বশেষ সিটি স্ক্যান অনুযায়ী হাদির মস্তিষ্কের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
চিকিৎসক আরও অভিযোগ করেন, হাদির চিকিৎসায় যুক্ত চিকিৎসকরাও বিভিন্ন মাধ্যমে হুমকির মুখে পড়েছেন। তাদের ভাষ্য অনুযায়ী, ভারত থেকে ধারাবাহিকভাবে ফোন করে ভয়ভীতি দেখানো হচ্ছে, পাশাপাশি চিকিৎসকদের মোবাইল নম্বর বিভিন্ন গ্রুপে ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং পরিবার ও বাসার অবস্থান ট্র্যাক করার চেষ্টা চলছে।
এদিকে উন্নত চিকিৎসার জন্য হাদিকে বিদেশে নেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে বলে জানান চিকিৎসক। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মেডিকেল বোর্ড একটি কেস সামারি প্রস্তুত করেছে, কিন্তু রোগীকে বিদেশে স্থানান্তরের মতো শারীরিক স্থিতিশীলতা আছে কি না—তা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি।
এসআর

