আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিআইডব্লিউটিসি পরিদর্শন করলেন নৌপরিবহন উপদেষ্টা

আমার দেশ অনলাইন

বিআইডব্লিউটিসি পরিদর্শন করলেন নৌপরিবহন উপদেষ্টা

নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন আজ ১২ অক্টোবর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন-বিআইডব্লিউটিসি’র প্রধান কার্যালয় পরিদর্শন শেষে সম্মেলন কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।

বিজ্ঞাপন

বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান মো. সলিম উল্লাহ মাননীয় নৌ উপদেষ্টার দায়িত্ব গ্রহণের গত এক বছরে বিআইডব্লিউটিসি’র সাফল্য অর্জন এবং আগামী চার মাসের উন্নয়ন কর্মপরিকল্পনার সংক্ষিপ্ত প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

মাননীয় উপদেষ্টা বিআইডব্লিউটিসিতে কর্মকর্তা কর্মচারীদের পেনশন বাস্তবায়ন,ডিএসএল পরিশোধের ভর্তুকি প্রদান, কর্মচারী ইউনিয়নগুলোর নির্বাচন অনুষ্ঠান, ফেয়ারলি হাউজে বিআইডব্লিউটিসি’র ভবন নির্মাণ, ঐতিহ্যবাহী শতবর্ষী প্যাডেল স্টিমারগুলোকে হেরিটেজ ক্রুজ পর্যটন সার্ভিস প্রদানের জন্য অপারেটর নিয়োগ, ৩৫ জলযান নির্মাণ প্রকল্পের আওতায় নির্মিত সকল জাহাজ ডিসেম্বর ২০২৫ এর মধ্যে নির্মাণ শেষ করে সরবরাহের জন্য তিনি কঠোর নির্দেশনা প্রদান করেন। ডকইয়ার্ড আধুনিকায়নের স্লিপওয়ে নির্মাণের জটিলতা নিরসন, কুতুবদিয়া দ্বীপের সাথে সী-ট্রাক , চরফ্যাশন উপজেলার ঘোষের-হাটের সাথে দশমিনা উপজেলার হাজিরহাটে ফেরি/সী-ট্রাক সার্ভিস চালু করা এবং সমীক্ষা করে নতুন নতুন রুটে ফেরি সার্ভিস চালু করার নির্দেশনা প্রদান করেন। তিনি নৌপথে দুর্গম এলাকা বিশেষ করে উপকূলীয় জনসাধারণকে জরুরি চিকিৎসা সেবা দানের জন্য বিআইডব্লিউটিকে নৌ অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করার আহবান জানান। ভবিষ্যতে বিআইডব্লিউটিসি’র মাস্টারপ্ল্যান বাস্তবায়নের জন্য নৌ উপদেষ্টা ডিসেম্বরের মধ্যে এই মাস্টার প্ল্যান সম্পন্ন করার পরামর্শ দেন।

মতবিনিময় সভায় পরিচালকবৃন্দ,মহাব্যবস্থাপকবৃন্দ,উপ-মহাব্যবস্থাপকগণ, বিভিন্ন ইউনিট প্রধান, বিআইডাব্লিউটিসি এমপ্লয়ীজ ইউনিয়ন নেতৃবৃন্দ ও কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান জনাব মো. সলিম উল্লাহ মাননীয় উপদেষ্টার প্রতি বিআইডব্লিউটিসি’র বিষয়ে সদয় দৃষ্টি দেয়ায় আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান এবং ভবিষ্যতে বিআইডব্লিউটিসিকে সমৃদ্ধশালী প্রতিষ্ঠানে পরিণত করতে মাননীয় নৌ উপদেষ্টার সানুগ্রহ সহযোগিতা কামনা করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন