আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আরব আমিরাতের বাকি বন্দিদের ফেরার বিষয়ে যা বললেন আসিফ নজরুল

বিশেষ প্রতিনিধি

আরব আমিরাতের বাকি বন্দিদের ফেরার বিষয়ে যা বললেন আসিফ নজরুল

সংযুক্ত আরব আমিরাতে জুলাই অভ্যুত্থানের সমর্থনে বিক্ষোভ করায় বন্দি হওয়া অবশিষ্ট ২৫ জন বাংলাদেশি আগামী ৩/৪ দিনের মধ্যেই মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। সোমবার রাতে ফেসবুক পোস্টে তিনি এ তথ্য দিয়েছেন।

ফেসবুক আসিফ নজরুল লেখেন, সংযুক্ত আরব আমীরাত থেকে অবশিষ্ট বন্দীরা ফিরবেন আগামী ৩/৪ দিনের মধ্যে। এটা নিশ্চিত এখন।

বিজ্ঞাপন

এটা সম্ভব করার জন্য আমরা অনেক কাজ করেছি। এবিষয়ে এনসিপি-র প্রধান নাহিদ ইসলাম এবং প্রবাসী শাখার নেত্রী দিলশানা পারুল নিয়মিতভাবে যোগাযোগ রেখেছেন আমাদের সাথে। তাদের অভিনন্দন। জুলাই গনঅভ্যূত্থানের আরো বহু আকাঙ্ক্ষা তারা পৃুরণে কাজ করবে এই প্রত্যাশা থাকলো।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন