পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ি অঞ্চলে ডিজিটাল শিক্ষার নতুন যাত্রা শুরু হতে যাচ্ছে। খাগড়াছড়ি, বান্দরবন ও রাঙামাটির প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ধাপে ধাপে বসানো হচ্ছে স্টারলিংক ইন্টারনেট সংযোগ। এর মাধ্যমে দূরবর্তী এলাকার শিক্ষার্থীরাও পাবে উচ্চগতিসম্পন্ন নিরবচ্ছিন্ন ইন্টারনেট। ফলে অনলাইন ক্লাস, ডিজিটাল পাঠক্রম ও ভার্চুয়াল শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ হবে আগের চেয়ে সহজ ও গতিশীল।
সম্প্রতি ডিজিটাল শিক্ষা বিস্তারে তিন পার্বত্য জেলা পরিষদের সঙ্গে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)-এর পৃথক তিনটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত ২৭ নভেম্বর বান্দরবন পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে চুক্তি সই করেন বিএসসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ড. ইমাদুর রহমান এবং পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। এর আগে ১২ নভেম্বর রাঙামাটি ও ১১ নভেম্বর খাগড়াছড়িতে অনুরূপ দুটি চুক্তি সম্পন্ন হয়। তিন ক্ষেত্রেই বিএসসিএল-এর পক্ষে স্বাক্ষর করেন ড. ইমাদুর রহমান; খাগড়াছড়িতে পরিষদের চেয়ারম্যান ছিলেন শেফালিকা ত্রিপুরা এবং রাঙামাটিতে কৃষিবিদ কাজল তালুকদার।
চুক্তি বাস্তবায়নের পর ইতোমধ্যে পাহাড়ি অঞ্চলের বিভিন্ন স্কুলে স্টারলিংক সংযোগ স্থাপন শুরু হয়েছে। ফলে ভৌগোলিক প্রতিবন্ধকতা আর শিক্ষার্থীদের সামনে বড় বাধা হয়ে দাঁড়াবে না—এমনটাই আশা সংশ্লিষ্টদের।
বিএসসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ড. মুহাম্মদ ইমাদুর রহমান বলেন, এই উদ্যোগ পাহাড়ি অঞ্চলের শিক্ষাক্ষেত্রে সম্ভাবনার নতুন দরজা খুলে দিল। প্রযুক্তির শক্তিকে কাজে লাগিয়ে সরকার দক্ষ মানবসম্পদ গঠনে আরেক ধাপ এগিয়ে গেল।
অনুষ্ঠানগুলোতে বিএসসিএল-এর মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) শাহ আহমেদুল কবির, ঊর্ধ্বতন ব্যবস্থাপক হামেদ হাসান মুহাম্মদ মহিউদ্দীনসহ জেলা পরিষদের কর্মকর্তা ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

