বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটি বাতিল দাবি

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ২১: ৪০

দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চলমান সব ম্যানেজিং কমিটি, ক্ষেত্রমতে গভর্নিং বডির অ্যাডহক কমিটি বাতিল করার দাবি জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম।

বিজ্ঞাপন

রোববার এক বিবৃতিতে ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু ও সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া এই দাবি জানান।

বিবৃতিতে তারা বলেন, গত চব্বিশের জুলাইয়ের অভ্যুত্থানের পর ৮ আগস্ট গঠিত অন্তর্বর্তীকালীন সরকার দেশের সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিগত ফ্যাসিস্টদের দ্বারা পরিচালিত পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে ৬ মাসের জন্য নতুন অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছিল। এরই মধ্যে তার মেয়াদ শেষ হয়ে অনেক প্রতিষ্ঠানে বর্তমানে কোন কমিটি নাই। মেয়াদ উত্তীর্ণ কমিটি জোর জবরদস্তিভাবে প্রতিষ্ঠান চালাচ্ছে। এতে সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে লুটপাট ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে।

এছাড়াও নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের দ্বারা গঠিত অ্যাডহক কমিটিতে ফ্যাসিস্ট আমলের মতো অন্য রাজনৈতিক দলের নেতা ও কর্মীদের দ্বারাই গঠিত হয়। অভিভাবকরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদ রাজনৈতিক নেতা বা কর্মী ছাড়া অরাজনৈতিক ব্যক্তির দ্বারাই পরিচালনা চায়। বিবৃতিতে তাই ইতিপূর্বে গঠিত সব ম্যানেজিং কমিটি এবং ক্ষেত্রমতে গভর্নিং বডির অ্যাডহক কমিটি বাতিল করে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) কে দায়িত্ব দিয়ে দেশের সব বেসরকারি স্কুল - কলেজ -মাদ্রাসায় অভিভাবকদের সরাসরি ভোটে সভাপতি পদ-সহ ম্যানেজিং কমিটি / গভর্নিং বডির নির্বাচন দ্রুত আয়োজন করার জোর দাবি জানানো হয়।

এদিকে স্কুলকলেজের ম্যানেজিং কমিটি থেকে রাজনৈতিক ব্যক্তিদের বাদ দিতে শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। এ পদে সরকারি কর্মকর্তা কিংবা অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের বিধান যুক্ত করা হয়েছে। শিগগিরই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হতে পারে বলে আভাস পাওয়া গেছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত