সম্মানজনকভাবে গ্রহণ করতে চায় ঢাকা

এক হাজার অবৈধ বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

বশীর আহমেদ
প্রকাশ : ০৫ মার্চ ২০২৫, ০৯: ৩৯

যুক্তরাষ্ট্রে বৈধ কাগজপত্র ছাড়া বসবাসকারী এক হাজারের মতো বাংলাদেশিকে ফেরত পাঠাবে দেশটির সরকার। এক্ষেত্রে ট্রাম্প প্রশাসন বাংলাদেশ সরকারের সহযোগিতা চেয়েছে। তাদের ফিরিয়ে আনার বিষয়ে অন্তর্বর্তী সরকারও ইতিবাচক। এ ব্যাপারে ওয়াশিংটনকে সব ধরনের সহায়তা করা হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা আমার দেশকে জানিয়েছেন।

বৈধ কাগজপত্র ছাড়া যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশিদের ফিরিয়ে আনার ক্ষেত্রে আজ বুধবার একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে স্বরাষ্ট্র, বৈদেশিক ও প্রবাসী কল্যাণ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেবেন।

বিজ্ঞাপন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ এক কর্মকর্তা আমার দেশকে বলেন, কয়েকদিন আগে ঢাকায় মার্কিন দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। তারা ধারণা দিয়েছেন, বৈধ কাগজপত্র ছাড়া যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশিদের যে তালিকা তৈরি করা হয়েছে, সে সংখ্যা হাজারের বেশি নয়। তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন। এক্ষেত্রে ঢাকার সহযোগিতা চেয়েছে ওয়াশিংটন। সরকারও ইতিবাচক সাড়া দিচ্ছে।

বাংলাদেশ সম্মানজনকভাবে নাগরিকদের ফিরিয়ে আনতে চায় উল্লেখ করে ওই কর্মকর্তা আরো বলেন, ‘আমরা চাই না অবৈধ ভারতীয়দের যেভাবে হাতকড়া লাগিয়ে দেশে ফেরত পাঠানো হয়েছে, বাংলাদেশিদের ক্ষেত্রে সেরকম কিছু ঘটুক। মার্কিন প্রশাসনও বাংলাদেশের ক্ষেত্রে তেমন কিছু করতে চায় না।’

অবৈধ বাংলাদেশিদের ফিরিয়ে আনার প্রক্রিয়া জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, ‘মার্কিন প্রশাসনের পক্ষ থেকে অবৈধ বাংলাদেশিদের তালিকা পাওয়ার পর আমরা সরেজমিন খতিয়ে দেখে বাংলাদেশি নিশ্চিত হলেই ফেরত আনার প্রক্রিয়া শুরু করব। এক্ষেত্রে আমরা মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনায় বসব এবং তাদের সহযোগিতাও নেব। আমরা চাই না, অবৈধভাবে কোনো বাংলাদেশি অন্যান্য দেশে অবস্থান করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করুক।’

ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার আগেই তার ভোটের প্রচারের ক্ষেত্রে অবৈধ অভিবাসী ফেরত পাঠানোর কঠোর বার্তা দেন। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার দিনই তিনি অবৈধ অভিবাসীদের খুঁজে বের করে তাদের দেশে ফেরত পাঠানোর জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেন। এর অংশ হিসেবে ইতোমধ্যে ভারতসহ বেশকিছু দেশের নাগরিকদের ফেরত পাঠানো হয়েছে। অনেককে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত