আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নির্বাচনের সময়সূচিকে সমর্থন জানালো ইইউ

স্টাফ রিপোর্টার
নির্বাচনের সময়সূচিকে সমর্থন জানালো ইইউ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষিত নির্বাচনের সময়সূচির প্রতি সমর্থন জানালো ইউরোপীয় ইউনিয়ন।

শুক্রবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার ভাষণের পরপরই ঢাকায় ইইউর ফেসবুক পেজে বিবৃতিতে বলা হয়, ‘প্রধান উপদেষ্টা নির্বাচনের জন্য একটি সময়সূচি ঘোষণা করেছেন।

বিজ্ঞাপন

ইইউ বাংলাদেশের রাজনৈতিক উত্তরণকে ধারাবাহিকভাবে সমর্থন করে আসছে। আইনের শাসন, মৌলিক অধিকার এবং গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে এটিকে প্রতিষ্ঠিত করার আহ্বান জানিয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।’

বিবৃতিতে আরো বলা হয়, ইইউ প্রতিনিধিদল সকল অংশীদারদের এই প্রক্রিয়ায় গঠনমূলকভাবে জড়িত হওয়ার এবং একটি উচ্চাভিলাষী সংস্কার এজেন্ডাকে সংজ্ঞায়িত করার জন্য কাজ এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে, যা আরো স্থিতিশীল, আরো সমৃদ্ধ এবং গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের পথ রচনা করবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন