সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভ

বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ২৭ মে ২০২৫, ১৩: ০৩

সচিবালয়ে আজও কিছু সময় বিক্ষোভ করেছেন কর্মচারীদের একাংশ। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে তারা সচিবালয়ের ৬ নম্বর ভবনের সামনে জড়ো হয়ে সমাবেশ করেন। এসময় তারা নতুন অধ্যাদেশ বাতিলের দাবিতে স্লোগান দেন।

অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী গোটা সচিবালয়ে নিরাপত্তা জোরদার করেছে। কর্মকর্তা ও কর্মচারীরা নির্বিঘ্নে প্রবেশ করছেন। তবে দর্শনার্থীদের প্রবেশে বিধিনিষেধ আরোপ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

এরআগে সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ প্রত্যাহারের দাবিতে গত শনিবার থেকে সচিবালয়ে টানা চারদিন বিক্ষোভ করেন কর্মকর্তা-কর্মচারীরের একাংশ।

sachibalay-2

গতকাল সোমবার নিজনিজ দাপ্তরিক কাজ রেখে বিক্ষোভ অংশ নিয়ে সচিবালয়ের সবগুলো গেইট বন্ধ করে দেয় উচ্ছৃঙ্খল ওই কর্মচারীরা। সরকার ভিডিও ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা। তবে আজ সীমিত সময়ের জন্য কর্মচারীরা সমাবেশ করেন।

গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন, ২০১৮ সংশোধন করে সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এর খসড়া অনুমোদন দেওয়া হয়। রোববার রাষ্ট্রপতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন।

নতুন এ অধ্যাদেশে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের শৃঙ্খলা ও আইন মেনে দায়িত্ব পালনের বিধান করা হয়েছে। পাশাপাশি দলীয় রাজনৈতিক লেজুড়বৃত্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির শাস্তির কথা বলা হয়েছে।

সরকারের নতুন এ অধ্যাদেশের বিরুদ্ধে বিদ্রোহ করে বিক্ষোভ করেন কিছু কর্মচারী। তবে অধিকাংশ কর্মকর্তা ও কর্মচারী তাদের এ আন্দোলনে বিরক্তি প্রকাশ করেছেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত