আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মাহফুজ আলমের পোস্ট

সার্বভৌমত্ব ও গণতন্ত্রের পক্ষে জিয়া পরিবারের অঙ্গীকার প্রমাণিত

আমার দেশ অনলাইন

সার্বভৌমত্ব ও গণতন্ত্রের পক্ষে জিয়া পরিবারের অঙ্গীকার প্রমাণিত

সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের পক্ষে জিয়া পরিবারের অঙ্গীকার প্রমাণিত। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।

মাহফুজ আলম ফেসবুকে লেখেন, ‘তারেক রহমানের ১৭ বছরের নির্বাসন শেষে প্রত্যাবর্তন বাংলাদেশের গণতন্ত্রের প্রতি আস্থা ও বিশ্বাস আরো দৃঢ় করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। সার্বভৌমত্ব ও গণতন্ত্রের পক্ষে জিয়া পরিবারের অঙ্গীকার দশকের পর দশক ধরে প্রমাণিত। আশা করি তিনি তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন এবং একটি সত্যিকারের সার্বভৌম ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে ভূমিকা রাখবেন।

বিজ্ঞাপন

স্বাগতম, আপন ঘরে।’

২০০৭ সালের জানুয়ারিতে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর দুর্নীতির অভিযোগের মামলায় আটক হয়ে প্রায় ১৮ মাস কারাবন্দী ছিলেন তারেক রহমান। মুক্তি পাওয়ার পর ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে চলে যান তারেক রহমান। সে বছরের ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশে আসার পথ অনেকটা বন্ধ হয়ে যায় তার। একের পর এক মামলায় জর্জরিত তারেক রহমানের দেশে ফেরা হয়নি আর। অবশেষে দীর্ঘ সেই অপেক্ষার অবসান ঘটল। প্রিয় মাতৃভূমিতে ফিরলেন তারেক রহমান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...