আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ডাকসু নির্বাচন: নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাবের ডগ স্কোয়াড টহল

স্টাফ রিপোর্টার

ডাকসু নির্বাচন: নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাবের ডগ স্কোয়াড টহল

রাত পোহালেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সুষ্ঠু ভোটগ্রহণের পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

বিজ্ঞাপন

amardesh_daksu_rab 2

সোমবার দিবাগত রাত ১২টার দিকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর একটি ডগ স্কোয়াড টিম ভোটকেন্দ্র পরিদর্শন করে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। এবার প্রথমবারের মতো হলের বাইরের আটটি কেন্দ্রে ভোটগ্রহণের ব্যবস্থা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচনকে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ রাখতে প্রতিটি ভোটকেন্দ্রে অতিরিক্ত পুলিশ, র‍্যাব মোতায়েন করা হয়েছে। এবং প্রতিটি প্রবেশ ও বাহিরের পথে তল্লাশি চৌকি বসানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন