রাজশাহীতে আসিফ নজরুল

জাতীয় নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, ফেব্রুয়ারিতেই ভোট

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১০: ২৩
আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ১১: ২০
ছবি: ভিডিও থেকে নেয়া

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই, ফেব্রুয়ারিতে ভোট আয়োজনের ব্যাপারে সরকার পদ্ধপরিকর।

বিজ্ঞাপন

রোববার সকালে রাজশাহীর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারকদের সাথে আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

নজরুল বলেন, নির্বাচন আয়োজনের জন্য উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব কিছুই করবে সরকার। রাজনৈতিক দলগুলো একে অপরের ওপর চাপ সৃষ্টি, আবার কখনও উপদেষ্টাদের ওপর চাপ সৃষ্টি করতে বিভিন্ন কথা বলে। এর মধ্যে কিছু বিষয় সত্য থাকলেও; তাদের কথায় মনে হয় নির্বাচন নিয়ে আশঙ্কা রয়েছে, কিন্তু বাস্তবে তা নেই।

তিনি আরও বলেন, যারা জামিন পেয়ে একই ধরনের অপরাধ করতে পারে বা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও পরিবেশ বিনষ্ট করতে পারে তাদেরকে নজরে রাখা হচ্ছে। এছাড়া আদালতে মামলার চাপ কমাতে একজন বিচারকের জায়গায় তিনজন বিচারক দেয়া হচ্ছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

শিবিরের হাত থেকে বিশ্ববিদ্যালয় দখলের আওয়ামী পরিকল্পনা

১৭ বছর পর কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করছে যুক্তরাষ্ট্র-বলিভিয়া

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ–যুবলীগ কর্মীদের দিয়ে প্রেস ক্লাব গঠনের অভিযোগ

প্রাথমিক শিক্ষকদের ওপর পুলিশি হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গভীর উদ্বেগ

শিক্ষকদের যৌক্তিক দাবি মানার আহ্বান গোলাম পরওয়ারের

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত