আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

অগ্নিকাণ্ডগুলো ‘একই সূত্রে গাঁথা’: সালাহউদ্দিন আহমদ

স্টাফ রিপোর্টার

অগ্নিকাণ্ডগুলো ‘একই সূত্রে গাঁথা’: সালাহউদ্দিন আহমদ

দেশের কয়েকটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনাকে ‘একই সূত্রে গাঁথা’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি মনে করেন, দেশের অস্থিরতা সৃষ্টি করার জন্য ‘কোনো কোনো গোষ্ঠী’ এগুলো করে থাকতে পারে এবং এর সঙ্গে ‘পতিত ফ্যাসিবাদ’ জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। তবে তিনি বলেন, বিষয়গুলো তদন্তাধীন থাকায় তদন্তের আগে নিশ্চিতভাবে কিছু বলা যাবে না।

বিজ্ঞাপন

রোববার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তাকে ক্ষমা চাওয়ার আহ্বানকে স্বাগত জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, একটি রাজনৈতিক দল ক্ষমা চাইতে আহ্বান করেছে এবং এটিকে তিনি স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, গণতান্ত্রিক চর্চা এমনই হওয়া উচিত। যথেষ্ট সম্মানের সঙ্গে তারা কথাগুলো বলেছেন।

বক্তব্যের অপব্যাখ্যা ও ‘জুলাই যোদ্ধা’ প্রসঙ্গ বিএনপির এই নেতা তার বক্তব্যকে ‘আংশিক কাটছাঁট করে প্রচার করা হয়েছে’ বলে দাবি করেন। তিনি বলেন, সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন— ‘জুলাই যোদ্ধা’ নামের একটি সংগঠন তাঁদের সঙ্গে যোগাযোগ করেছিল এবং ঐক্যমত্য কমিশনের সঙ্গেও যোগাযোগ করেছিল। তিনি নিজেও তাদের যৌক্তিক দাবি নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন এবং পরে ঐক্যমত্য কমিশন জুলাই সনদ সংশোধন করেছে।

সংসদের সামনে বিশৃঙ্খলার বিষয়ে তিনি বলেন, তিনি খোঁজ নিয়ে জেনেছেন, তদন্তাধীন এই ঘটনায় ‘জুলাই যোদ্ধাদের নামে কিছু সংখ্যক ছাত্রনামধারী উশৃঙ্খল লোক প্রবেশ করেছে।’ এদেরকে তিনি ‘ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী’ বলে মনে করেন। তাঁর মতে, ‘জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে জড়িত সঠিক কোনো সংগঠন বা যোদ্ধা’ সেখানে থাকতে পারে না।

সালাহউদ্দিন আহমদ দাবি করেন, তার বক্তব্যের মাধ্যমে তিনি ‘জুলাই যোদ্ধাদের সম্মানিত করার চেষ্টা করেছেন’ যাতে উশৃঙ্খল কর্মকাণ্ডের জন্য তাদের দায়ী করতে না পারে এবং তাদের সম্মানহানি না হয়।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ বাহিনী বিভিন্ন জায়গায় এখনো বিশৃঙ্খলা করার চেষ্টা করছে— সেটা গতকাল দৃশ্যমান হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...