উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় জাগ্রত পার্টির শোক

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ১৮: ৪২

উত্তরার মাইলস্টোন কলেজের উপর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় শোক জানিয়েছেন বাংলাদেশ জাগ্রত পার্টির চেয়ারম্যান প্রকৌশলী মো. ইকরামুল হক খান। সোমবার বাংলাদেশ জাগ্রত পার্টির প্রেস এন্ড মিডিয়া উইং থেকে পাঠানো এক শোকবার্তায় বিষয়টি জানানো হয়।

বিজ্ঞাপন

শোকবার্তায় জাগ্রত পার্টির চেয়ারম্যান বলেন, উত্তরার মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার খবরে আমরা জাগ্রত পার্টির পক্ষ থেকে গভীরভাবে শোকাহত ও ব্যথিত। এই শোকের মুহূর্তে আমরা নিহত ও আহতদের পরিবারের সকল সদস্য এবং বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করছি।

এই দুর্ঘটনায় বিমানসেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীসহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। জাতির জন্য এটি একটি গভীর বেদনার ক্ষণ। আহতদের দ্রুত চিকিৎসা ব্যাবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট হাসপাতালসহ সব কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান তিনি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত