জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের প্রার্থী সাইফুল আলম খান মিলনের সমর্থনে তেজকুনি পাড়া মহল্লার উদ্দেগে বাড়ী ও দোকান মালিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার রাতে মহল্লার সভাপতি মো. ফারুকের সভাপতিত্বে ও শাখা সভাপতি আহসান উল্লাহর পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাইফুল আলম খান মিলন।
মিলন বলেন, আমরা সবাই মিলে দুর্নীতির বিরুদ্ধে এক সঙ্গে লড়াই করব। আল্লাহ যদি আমাদেরকে সহায়তা করেন আমরা যদি ক্ষমতায় যেতে পারি, তাহলে সন্ত্রাস, চাঁদাবাজ ও নারীদের জন্য নিরাপদ আশ্রয়স্থল তৈরি করবো। এলাকার সর্বস্তরের মানুষকে নিয়ে এলাকার সমস্যা সমাধানে চেষ্টা করব।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন—তেজগাঁও দক্ষিণ থানা আমির ইঞ্জিনিয়ার নোমান আহমেদী, তেজগাঁও দক্ষিণ থানা নায়েবে আমির এস এম মনির আহমাদ, থানা শুরা ও কর্মপরিষদ সদস্য আবদুল হক, আবদুল আজিজ, ডা. তৌফিক, আলী আকবর হোসাইনসহ জামায়াতের অন্যান্য দায়িত্বশীলরা।
সভায় বাড়ী মালিক, দোকান মালিক ও সোসাইটিসহ বিভিন্ন পেশার ব্যক্তিদের মধ্যে বক্তব্য রাখেন- হারুন অর রশীদ, প্রদিপ কুমার শাহা, এন্ড এনরোজ, খন্দকার মো. হোসাইন, গোলাম মোস্তফা, ডা. মাহবুবুর রহমানসহ অনেকে।

