অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করেছেন। বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে তারা পদত্যাগপত্র জমা দেন।
সদ্য পদত্যাগ করা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দুই লাইনের একটি পোস্ট দিয়েছেন। পাশাপাশি পোস্টের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পদত্যাগপত্র জমা দেওয়ার ছবিও শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘পদযাত্রার জন্য প্রস্তুত? নতুন যাত্রা!’
ওই পোস্টের নিচে নানান শ্রেণির মানুষ মন্তব্য করেছেন। এর মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম লিখেছেন, ‘অপূর্ণ যাত্রাকে দীর্ঘ লড়ায়ের মাধ্যমে পূর্ণ করে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে রাজপথে স্বাগতম সহযোদ্ধা।’

