জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ নিতে দেওয়াকে 'এজেন্সির খেলা' বলে মন্তব্য করেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেন, যে জাতীয় পার্টি স্বৈরাচার তৈরি করেছে, তারা যেন কোনোভাবে নির্বাচনে অংশ নিতে না পারে সেজন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানাই। জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেওয়া স্বৈরাচারকে পুনর্বাসন বা 'এজেন্সির খেলা'।
রোববার বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আইনের ফাঁক-ফোকর দেখিয়ে ইসি জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ করে দিচ্ছে বলেও অভিযোগ করেন আখতার হোসেন।সংস্কার প্রস্তাবনা ও রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াতে ইসলামী এবং এনসিপি একে অপরের 'ন্যাচারাল এলাই' (স্বার্থের মিল) বলে উল্লেখ করেন তিনি।
একইসঙ্গে সংস্কার, বিচার নিশ্চিতকরণ ও আধিপত্যবাদের বিরুদ্ধে এই দুই দলের জোট গঠনকে যুক্তরাষ্ট্র ইতিবাচকভাবে দেখছে বলে জানান দলটির যুগ্ম আহবায়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া।
এর আগে যুক্তরাষ্ট্রের দূতাবাসে এনসিপির ৪ সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন ও সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা করেন। এই আলোচনার বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন সুলতান মোহাম্মদ জাকারিয়া।
তিনি বলেন, 'আজকে যুক্তরাষ্ট্রের দূতাবাসে নির্বাচনের প্রস্তুতি, পরিবেশ ও সম্ভাব্য ঝুঁকি নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সহায়তা নিয়েও কথা হয়েছে। এছাড়াও জোট ও রাজনীতি নিয়ে কথা হয়েছে।'
জাকারিয়া জানান, এনসিপি মার্কিন প্রশাসনের দৃষ্টিভঙ্গি জানতে চেয়েছে এবং যুক্তরাষ্ট্র কারিগরি সহায়তার আশ্বাস দিয়েছে।
জাকারিয়া বলেন, 'ওনারা (মার্কিন দূতাবাস) আমাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে জানতে চেয়েছেন জোট গঠনের লাভ ও ক্ষতি নিয়ে। আমরা বলেছি সংস্কার প্রশ্নে সমমনা দল হিসেবে আমাদের মিল আছে তাদের নিয়ে এটা একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম। বিচার প্রশ্নেও আমাদের ঐক্য আছে, নির্বাচনের পর বিচার নিয়ে কোনো আপস হোক, সেটা আমরা চাই না। আমাদের দেশের মানুষ ঐতিহাসিক কারণে আধিপত্যবাদের বিরুদ্ধে। ওনারা আমাদের চিন্তার প্রশংসা করেছেন। আমাদের জোটের প্রশ্নে তাদেরকে ইতিবাচক দেখেছি।'
সুলতান মোহাম্মদ জাকারিয়া জানান, প্রায় ১ ঘন্টার মতো আলোচনা হয়েছে। একটি উন্নয়ন অংশীদার হিসেবে তাদের সঙ্গে পারস্পারিক সম্পর্ক উন্নয়নে কথা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

