আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বরিশাল-৩ আসনে মনোনয়ন জমা দিলেন ব্যারিস্টার ফুয়াদ

স্টাফ রিপোর্টার

বরিশাল-৩ আসনে মনোনয়ন জমা দিলেন ব্যারিস্টার ফুয়াদ

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আব্দুল্লাহ মনোনয়নপত্র দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টায় বরিশাল জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. খায়রুল আলম সুমনের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

বিজ্ঞাপন

মনোনয়ন ফরম জমা দিতে এসে সাংবাদিকদের ব্যারিস্টার ফুয়াদ বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী সময়েও আইনশৃঙ্খলা পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থতার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে চাঁদাবাজি, গুন্ডামি ও মাস্তানি বেড়ে চলেছে।

তিনি বলেন, একটি ভালো ও সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত হলো আইনশৃঙ্খলা রক্ষা। কিন্তু সরকারের সংশ্লিষ্ট বাহিনী থেকে এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। ফলে চাঁদাবাজি, গুন্ডামি ও মাস্তানি অব্যাহত রয়েছে। এটি খুবই দুঃখজনক।

ব্যারিস্টার ফুয়াদ আরও জানান, আমরা ইতোমধ্যেই অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে সতর্ক করেছি এবং অপরাধীদের গ্রেপ্তারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছি। নতুবা, এই পরিস্থিতি পুরো নির্বাচনের জন্য গুরুতর হুমকিস্বরূপ হতে পারে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় সরকার দ্রুত ও কার্যকর পদক্ষেপ না নিলে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া বিপন্ন হতে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন