আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঋণখেলাপিদের মনোনয়ন দিবে না বিএনপি: মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার

ঋণখেলাপিদের মনোনয়ন দিবে না বিএনপি: মির্জা ফখরুল
ফাইল ছবি

জনপ্রতিনিধি নির্বাচনে বিএনপি কখনও ঋণখেলাপিদের মনোনয়ন দিবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার রাজধানীতে 'হোয়াইট পেপার কমিটি ২০২৪'-এর এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

মির্জা ফখরুল বলেন, আগামীদিনে রাজনীতিতে সংস্কার, দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে হবে। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চায় বিএনপি। নির্বাচনের পরে সংসদেই সংস্কারের সব বিষয়ে আলোচনা হবে বলে জানান তিনি।

দ্রুত নির্বাচনের জন্য কেন অন্তর্বর্তী সরকারকে চাপ দেয়া হচ্ছে এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আমরা বিশ্বাস করি একটি নির্বাচিত সরকার সব ধরনের সংস্কার করতে পারে। কারণ তারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসে। অতীতের সব ভুল শুধরে সেগুলো থেকে শিক্ষা নিয়ে বিএনপি নীতিমালা সাজাচ্ছে।

এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আগামীতে আওয়ামী লীগ নির্বাচন আসবে কি-না তা দেশের জনগণই ঠিক করবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন