আ.লীগ সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে সিডনিতে সমাবেশ আজ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩: ৩১

সিডনির লাকেম্বায় আজ (২৪ সেপ্টেম্বর ২০২৫) রাত ৮টায় আয়োজিত হতে যাচ্ছে এক প্রতিবাদ সমাবেশ। বাংলাদেশি সাধারণ ছাত্রসমাজ ও বিশিষ্ট নাগরিক সমাজের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হবে লাকেম্বা রেলওয়ে প্যারেডে।

আয়োজকরা জানিয়েছেন, নিউইয়র্কে জুলাই যোদ্ধা আখতার হোসেন, তাসনিম জারাসহ জাতীয় রাজনীতিবিদদের ওপর আওয়ামী লীগ সন্ত্রাসীদের হামলার ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে গভীর ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের গাফিলতিরও তীব্র সমালোচনা করা হয়।

বিজ্ঞাপন

সমাবেশ থেকে আওয়ামী লীগকে একটি ফ্যাসিস্ট রাজনৈতিক দল হিসেবে চিহ্নিত করে তাদের বিচারের দাবি জানানো হবে। আয়োজকরা সকল প্রবাসী বাংলাদেশিকে দলে দলে যোগ দিয়ে এ প্রতিবাদ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত