আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সংবাদ সম্মেলনে জিএম কাদের

জাতীয় পার্টি গণভোটকে প্রত্যাখ্যান করবে

স্টাফ রিপোর্টার

জাতীয় পার্টি গণভোটকে প্রত্যাখ্যান করবে

জাতীয় পার্টি গণভোটকে প্রত্যাখ্যান করবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান গোলাম মাওলা কাদের (জিএম কাদের)। তিনি বলেন, এসব সংস্কার প্রক্রিয়ায় জাতীয় পার্টির মতো রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া হয়নি। এই গণভোটে ‘হ্যাঁ’ জিতে এসব সংস্কার বাস্তবায়িত হলে দেশ ধ্বংস হয়ে যাবে। আমরা নিজেরা ‘না’ ভোট দেব এবং দেশের স্বার্থে সবাইকে ‘না’ ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করব।

মঙ্গলবার রাজধানীর কাকরাইলের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে জাপার এ অবস্থানের কথা জানান তিনি।

বিজ্ঞাপন

জিএম কাদের বলেন, অন্তর্বর্তী সরকার সাংবিধানিক সরকার হিসেবে শপথ গ্রহণ করেছে এবং শপথের সময় সংবিধান সংরক্ষণ, সমর্থন ও নিরাপত্তা দেওয়ার অঙ্গীকার করেছে। অথচ সংবিধান সংশোধনের মতো জটিল বিষয় গণভোট আয়োজনের মাধ্যমে তারা শপথ ভঙ্গ করেছে।

তিনি বলেন, এত জটিল একটি বিষয় সাধারণ মানুষের কাছে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রশ্নে উপস্থাপন করা অবাস্তব। গ্রাম পর্যায়ের সাধারণ মানুষের কাছে এ ধরনের বিষয় এভাবে উপস্থাপন করা অদ্ভুত ও অযৌক্তিক। যারা এই প্রস্তাব দিয়েছে, তারা বিষয়টি আদৌ বুঝে করেছে কি না, তা নিয়েও আমার সন্দেহ রয়েছে।

সংবিধান সংস্কারের প্রস্তাবিত সংশোধনীগুলো বাস্তবায়িত হলে দেশ অচল হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান জাপা চেয়ারম্যান। তিনি বলেন, প্রধান নির্বাহী বা প্রধানমন্ত্রীকে কার্যত কোনো ক্ষমতা না দিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়। স্বৈরাচার রোধের নামে যদি ক্ষমতাহীন সরকার তৈরি করা হয়, তাহলে দেশ কীভাবে চলবে, সেই প্রশ্ন থেকেই যায়।

এর আগে দলটির পক্ষ থেকে ১৯৬ আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেন জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেন, আমাদের ১৯৬ প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে। এছাড়া আরো দুজন প্রার্থী চ্যালেঞ্জ করেছেন।

দলটির শীর্ষ নেতা জিএম কাদের রংপুর-৩ আসনে নির্বাচন করছেন। এছাড়া শামীম হায়দার পাটোয়ারী নির্বাচন করছেন গাইবান্ধা-১ ও ৫ আসনে।

জাপা ঘোষিত চূড়ান্ত প্রার্থী তালিকায় একাধিক জুলাই গণহত্যা মামলার আসামি রয়েছেন। তাদের মধ্যে কারাগারে রয়েছেন বরিশাল-৩ আসনের প্রার্থী গোলাম কিবরিয়া টিপু, নরসিংদী-২ আসনের প্রার্থী এএনএম রফিকুল আলম সেলিম, শেরপুর-১-এর প্রার্থী মাহমুদুল হক মনি। এছাড়া পলাতক রয়েছেন এমন আসামিকেও প্রার্থী করেছে দলটি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলটির প্রেসিডিয়াম সদস্য শেরিফা কাদের, এমরান হোসেন মিয়া, মইনুল রাব্বি চৌধুরী, রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন