আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কুরআনের আয়াত পোস্ট, কী বুঝালেন তারেক রহমান

আমার দেশ অনলাইন

কুরআনের আয়াত পোস্ট, কী বুঝালেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সূরা আল ইমরানের ২৬ নম্বর আয়াত পোস্ট করেছেন। তিনি লেখেন, আল্লাহ যাঁকে ইচ্ছা ক্ষমতা প্রদান করেন এবং যাঁর থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন।

বৃহস্পতিবার বিকাল ৩টা ১৭ মিনিটের দিকে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি লিখেন, ‘হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ্! আপনি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করেন এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন; যাকে ইচ্ছা আপনি সম্মানিত করেন আর যাকে ইচ্ছা আপনি হীন করেন।’

বিজ্ঞাপন

তিনি লিখেন, ‘কল্যাণ আপনারই হাতে। নিশ্চয়ই আপনি সবকিছুর উপর ক্ষমতাবান।’

তারেক রহমান কুরআনের আয়াতের এই পোস্টে মহান আল্লাহর উপর একনিষ্ঠ ভরসার বহিঃপ্রকাশ করেছেন ।

পোস্টের সঙ্গে তিনি পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় গণসংবর্ধনাস্থলের একটি ভিডিও সংযুক্ত করেন।

উল্লেখ্য, তিনি দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফিরেছেন।

এদিন বিকাল ৩টা ৫০ মিনিটে গণসংবর্ধনা মঞ্চে এসে পৌঁছান তিনি। এ সময় নেতাকর্মীদের মুহূর্মুহূ স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে সংবর্ধনাস্থল। নেতা-কর্মীদের ভালোবাসায় সিক্ত হন তিনি।

বহুল প্রতিক্ষিত ভাষণে একটি নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তারেক রহমান।তিনি বলেন, বাংলাদেশের নারী-পুরুষ, ধর্ম-বর্ণ, শ্রেণি-পেশা নির্বিশেষে সবার জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়তে চাই।

আর এজন্য তিনি সবার, সব বাংলাদেশির সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, সবাই মিলে করব কাজ, গড়ব মোদের বাংলাদেশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...