জাবি শিক্ষিকার মৃত্যুতে ছাত্রশিবিরের শোক প্রকাশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৫: ৪৪
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৫: ৫২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের ভোট গণনার সময়ে চারুকলা বিভাগের সহকারী অধ্যাপিকা জান্নাতুল ফেরদৌস মৌমিতার আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ।

শুক্রবার দুপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে এ শোক প্রকাশ করেছে।

বিজ্ঞাপন

এতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ভোট গণনা কার্যক্রমে অংশ নিতে এসে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক ও জাকসু নির্বাচনে প্রীতিলতা হলে পোলিং কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস আজ আনুমানিক সকাল সাড়ে ৮টার দিকে কার্ডিয়াক অ্যাটাকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এতে আরো বলা হয়, গতকাল (বৃহস্পতিবার) ভোট গ্রহণ শেষে সন্ধ্যা ছয়টার পর তিনি বাসায় ফেরেন। আজ সকালে আনুমানিক সাড়ে ৭টার দিকে ভোট গণনার কাজে যোগ দিতে তিনি সিনেট ভবনে আসেন। তৃতীয় তলায় ভোট গণনার কক্ষের দরজার সামনে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান তিনি। দ্রুত তাঁকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে তাঁর এই মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তায়ালা তাঁর সকল ভুল-ত্রুটি ক্ষমা করে দিয়ে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আমীন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত