‘বন্দুকের গুলি বুক পেতে নিয়েছে বলেই ছাত্ররা আজ বিজয়ী’

শরীফ ইকবাল রাসেল, নরসিংদী
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫, ১৯: ৩৯
আপডেট : ০১ জানুয়ারি ২০২৫, ১৯: ৪৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেন, বিগত জুলাই-আগস্ট বিপ্লবে ছাত্ররা বিজয়ী হয়েছিল। কারণ তারা বন্দুকের গুলিকে ভয় পায় নাই। ছাত্রদের পিছুটান নাই বলে বুক ফুলিয়ে গুলি নেয়ার নিয়েছে বলেই স্বৈরশাসক দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার বিকেলে নরসিংদীর পলাশ উপজেলায় ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

ড. আব্দুল মঈন খান বলেন, ১৯৯১ সালে ছাত্রদের নেতৃত্বে সারা বাংলাদেশে যে গণ আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে বিএনপি বিজয়ী হয়েছিল। এরফলে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়ে দেশে প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। সেই নির্বাচনে যারা অগ্রণী ভূমিকা পালন করেছিল তাদের নাম ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

জুলাই-আগস্ট আন্দোলনে বিজয়ী ছাত্রদের লক্ষ করে মঈন খান বলেন, এদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে এদেশের ছাত্ররা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। যারফলে প্রতিটি স্বৈরশাসক ক্ষমতা থেকে বিদায় নিয়েছে। এদেশের ছাত্ররা আগেও পড়ার টেবিলে ছিলো, এখনো আবার পড়ার টেবিলে যাওয়ার পরামর্শ দেন। কেননা পড়ার টেবিলে গিয়ে আবার মেধা অর্জন করতে হবে। আর সেই মেধা দিয়ে দেশের কাজ করতে হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত