আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মামুনুল হকের সম্মানে দুই আসনে প্রার্থী দেবে না চরমোনাইয়ের দল

আমার দেশ অনলাইন

মামুনুল হকের সম্মানে দুই আসনে প্রার্থী দেবে না চরমোনাইয়ের দল

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের প্রার্থী হওয়া দুটি আসনে দলীয় প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। মামুনুল হকের প্রতি সম্মান জানিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে দলটি।

সোমবার ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

বিবৃতিতে তিনি বলেন, ঢাকা-১৩ ও বাগেরহাট-১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী প্রত্যাহার করা হবে। দুটি আসনেই মামুনুল হকের প্রতি ইসলামী আন্দোলনের সমর্থন থাকবে। ইসলামি ধারার রাজনীতিতে তার ত্যাগ ও অবদানের প্রতি সম্মান জানিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গাজী আতাউর রহমান বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ অন্য কোনো দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে পথচলার চিন্তা করছে না। যেসব আসনে নিজেদের প্রার্থী নেই, সেখানে নীতি ও আদর্শের ভিত্তিতে সৎ ও যোগ্য প্রার্থীকে দলীয় সমর্থন জানানো হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...