চান্দিনায় মারমুখী বিএনপি-এলডিপি: সংঘর্ষের আশঙ্কা

জেলা প্রতিনিধি, কুমিল্লা দক্ষিণ
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ৩২
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ৩৩

কুমিল্লার চান্দিনায় মুখোমুখি বিএনপি এলডিপি। দুটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে চলছে নিয়মিত কথার লড়াই। মাঝেমধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ছে। সুযোগ পেলেই একদল আরেক দলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে মামলা করছে। এতে নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই সংঘাতের দিকে ধাবিত হচ্ছেন দু'দলের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কুমিল্লা-৭ চান্দিনা আসনে বিএনপি কি মিত্র দল এলডিপিকে আসন ছেড়ে দেবে? নাকি নিজ দলের প্রার্থীকে মনোনয়ন দেবে? এমন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।

সরেজমিন জানা গেছে, ২০০৬ সালে বিএনপি ছেড়ে এলডিপিতে যোগ দেন দলটির বর্তমান মহাসচিব ড. রেদোয়ান আহমেদ। এ সময় বিএনপির বেশকিছু নেতাকর্মী তার সঙ্গে এলডিপিতে চলে আসেন। সে সময় বিএনপির হাল ধরেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম। তার মৃত্যুর পর ছেলে চান্দিনা উপজেলা বিএনপির আহ্বায়ক আতিকুল আলম শাওন দলের নেতৃত্ব দিচ্ছেন। দীর্ঘ ২০ বছর ধরে এলডিপি বিএনপির মাঝে চলছে স্নায়ুযুদ্ধ। দু’দলের নেতাকর্মীরা কেউ কারো ছায়া দেখতে চান না।

এদিকে এলডিপি বর্তমানে বিএনপির মিত্র। বিএনপির সঙ্গে এলডিপির জোট হলে দলটির মহাসচিব রেদোয়ানকে আসন ছেড়ে দেয়ার সম্ভাবনা দেখছেন নেতাকর্মীরা। কিন্তু এটা মানতে নারাজ বিএনপি নেতাকর্মীরা। তাদের দাবি দুঃসময়ে দলের হাল ধরে রেখেছেন শাওন। তিনিই মনোনয়ন পাবেন। আসছে নির্বাচন ঘিরে এ দু’দলের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে রয়েছেন। একে অপরের বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজিসহ নানা অভিযোগ করছে। সুযোগ পেলেই সংঘাতে জড়িয়ে পড়ছে।

এতে কেন্দ্রীয় পর্যায়ে মিত্র হলেও চান্দিনায় বিএনপি এলডিপির মধ্যে মিত্রের ছোঁয়া নেই। দু’দলই তাদের নেতাদের মনোনয়নের ব্যাপারে আত্মবিশ্বাসী।

কুমিল্লা উত্তর জেলা এলডিপি সভাপতি একেএম শামছুল হক মাস্টার বলেন, চান্দিনায় বিএনপির কিছু নেতাকর্মী আছেন যারা ড. রেদোয়ানকে নিয়ে মিটিং মিছিলে বাজে মন্তব্য করছেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সমর্থন করা কিছু লোকজনও এখন চান্দিনা বিএনপির আশ্রয় নিয়েছে। আমরা আশা করছি আগামী নির্বাচনে বিএনপি সমমনা দল হিসেবে চান্দিনা থেকে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদকে প্রার্থী হিসেবে মনোনীত করবে।

চান্দিনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আরশাদ বলেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলমের মৃত্যুর পর তার ছেলে আতিকুল আলম শাওন দলের হাল ধরতে গিয়ে নেতাকর্মীদের নামে ২৯টি মামলা হয়েছে। এ মামলাগুলোর মধ্যে ১৭টি এলডিপি মহাসচিব রেদোয়ান আহমেদ ও তার লোকজনদের দিয়ে করেছেন। ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরও বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে এলডিপি পাঁচটি মামলা করেছে।

এলডিপি চান্দিনা বিএনপির অনেক ক্ষতি করেছে। এলডিপির মহাসচিব প্রতিহিংসার রাজনীতি করছেন। বিএনপি কোথাও মিটিং ডাকলে তারাও পালটা মিটিং ডাকে। ফ্যাসিস্ট আমলেও তিনি আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে চান্দিনা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন, এখনো করছেন। কেন্দ্র থেকে আমাদের যে নির্দেশনা দেবে আমরা সেই সিদ্ধান্ত মেনে রাজনীতি করব। আমরা আশা করছি চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি শাওন দলীয় প্রতীক ধানের শীষের মনোনীত প্রার্থী হবেন।

সম্প্রতি উপজেলার মাধাইয়া এলাকায় মো. আতিকুল আলম শাওন এলডিপি মহাসচিবের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ও বিগত দিনে বিএনপির বিরুদ্ধে এলডিপি মহাসচিবের অবস্থান তুলে ধরেন।

এলডিপি মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ বলেন, বিএনপির মিত্র দল এলডিপি। আমরা একসঙ্গে রাজনীতি করি। তাদের বিরুদ্ধে মামলা দেওয়ার প্রশ্নই ওঠে না। আমরা তো একসঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে মোকাবিলা করেছি। মুষ্টিমেয় কিছু লোক পরিস্থিতি ঘোলাটে করতে উলটাপালটা বক্তব্য দেন। আমরা চাই বিএনপির সঙ্গে কোনোভাবেই যেন আমাদের দ্বন্দ্ব না হয়।

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত