স্টাফ রিপোর্টার
দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়ে ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাবের সঙ্গে একমত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে সংসদের মেয়াদ ও প্রেসিডেন্টের মেয়াদ চার বছর করার প্রস্তাবের সঙ্গে দ্বিমত পোষণ করেছে দলটি। তারা বলেছে এই মেয়াদ চার বছর করা ঠিক হবে না, পাঁচ বছরই থাকবে।
শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে শুরু হওয়া জাতীয় সংসদের এলডি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে জামায়তের প্রতিনিধি দলের বৈঠকের বিরতিতে এক প্রেস ব্রিফিংয়ে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের একথা জানান।
তিনি বলেন, ঐকমত্য কমিশনের পক্ষ থেকে পাঁচটি বিষয়ে সংস্কারের যে প্রতিবেদন দেয়া হয়েছে, তার মধ্যে সংবিধান সংস্কার বিষয়ে আলোচনা শুরু হয়েছে। আলোচনা ফলপ্রসূ হচ্ছে বলে আমরা মনে করি। অনেক বিষয়ে মতবিনিময় হচ্ছে। কিছু বিষয়ে আমরা একমত হয়েছি, কিছু বিষয়ে আরো আলোচনা হবে। আজকে সব আলোচনা শেষ নাও হতে পারে।
ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে ১০ সদস্যের জামায়াত প্রতিনিধি দলে আরও রয়েছেন- দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আজাদ, নির্বাহী পরিষদ সদস্য মতিউর রহমান আকন্দ, এহসানুল মাহবুব জুবায়ের, নুরুল ইসলাম বুলবুল প্রমুখ।
এর আগে সংস্কার প্রক্রিয়ায় সকলেই একত্রে আছে জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, সকলে মিলেই আমরা চেষ্টাটা করছি। এটা কোনো রাজনৈতিক দলের একক বিষয় নয়, কেবল মাত্র রাজনৈতিক দলের বিষয় নয়, সকলের বিষয়। জাতির আকাঙ্ক্ষা কে ধারণ করার জন্য আমাদের চেষ্টা। আমাদের লক্ষ্য এক। আমরা সকলে মিলে চেষ্টা করছি। আমাদের সকলের সাফল্য নির্ভর করছে আমাদের সকলের প্রচেষ্টার আন্তরিক প্রচেষ্টার মধ্যে।
জাতীয় সনদের বিষয়ে আলী রীয়াজ বলেন, আমরা দ্রুততার সঙ্গে একটি জাতীয় সনদে উপনীত হতে চাই। একইসঙ্গে এটাও স্মরণ করা দরকার, আমরা এক ঐতিহাসিক মুহূর্তে আছি। আমাদের এই সুযোগ তৈরি করে দেওয়া বীর শহীদদের কাছে আমাদের ঋণ আছে। যাতে কোনো অবস্থাতেই এই সুযোগ হাতছাড়া না হয়ে যায়।
দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়ে ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাবের সঙ্গে একমত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে সংসদের মেয়াদ ও প্রেসিডেন্টের মেয়াদ চার বছর করার প্রস্তাবের সঙ্গে দ্বিমত পোষণ করেছে দলটি। তারা বলেছে এই মেয়াদ চার বছর করা ঠিক হবে না, পাঁচ বছরই থাকবে।
শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে শুরু হওয়া জাতীয় সংসদের এলডি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে জামায়তের প্রতিনিধি দলের বৈঠকের বিরতিতে এক প্রেস ব্রিফিংয়ে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের একথা জানান।
তিনি বলেন, ঐকমত্য কমিশনের পক্ষ থেকে পাঁচটি বিষয়ে সংস্কারের যে প্রতিবেদন দেয়া হয়েছে, তার মধ্যে সংবিধান সংস্কার বিষয়ে আলোচনা শুরু হয়েছে। আলোচনা ফলপ্রসূ হচ্ছে বলে আমরা মনে করি। অনেক বিষয়ে মতবিনিময় হচ্ছে। কিছু বিষয়ে আমরা একমত হয়েছি, কিছু বিষয়ে আরো আলোচনা হবে। আজকে সব আলোচনা শেষ নাও হতে পারে।
ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে ১০ সদস্যের জামায়াত প্রতিনিধি দলে আরও রয়েছেন- দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আজাদ, নির্বাহী পরিষদ সদস্য মতিউর রহমান আকন্দ, এহসানুল মাহবুব জুবায়ের, নুরুল ইসলাম বুলবুল প্রমুখ।
এর আগে সংস্কার প্রক্রিয়ায় সকলেই একত্রে আছে জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, সকলে মিলেই আমরা চেষ্টাটা করছি। এটা কোনো রাজনৈতিক দলের একক বিষয় নয়, কেবল মাত্র রাজনৈতিক দলের বিষয় নয়, সকলের বিষয়। জাতির আকাঙ্ক্ষা কে ধারণ করার জন্য আমাদের চেষ্টা। আমাদের লক্ষ্য এক। আমরা সকলে মিলে চেষ্টা করছি। আমাদের সকলের সাফল্য নির্ভর করছে আমাদের সকলের প্রচেষ্টার আন্তরিক প্রচেষ্টার মধ্যে।
জাতীয় সনদের বিষয়ে আলী রীয়াজ বলেন, আমরা দ্রুততার সঙ্গে একটি জাতীয় সনদে উপনীত হতে চাই। একইসঙ্গে এটাও স্মরণ করা দরকার, আমরা এক ঐতিহাসিক মুহূর্তে আছি। আমাদের এই সুযোগ তৈরি করে দেওয়া বীর শহীদদের কাছে আমাদের ঋণ আছে। যাতে কোনো অবস্থাতেই এই সুযোগ হাতছাড়া না হয়ে যায়।
রাশেদ খান তার পোস্টে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার কোনভাবেই নিরপেক্ষতার পরিচয় দিতে পারেনি। কোন কোন দলকে সুবিধা দিয়ে ম্যানেজ করে চলেছে। স্বজনপ্রীতিবাজ এসব উপদেষ্টারা কতোটুকু নিরপেক্ষ নির্বাচন দিতে পারবে, সেটি নিয়ে সংশয় ও সন্দেহ আছে।
৯ মিনিট আগেইসলামী আন্দোলন নেতাদের সঙ্গে বিশেষ সাক্ষাৎ ও বৈঠক করেছেন বাংলাদেশ সফররত ইন্টারন্যাশনাল ডেমোক্রেটিক ইন্সটিটিউট (আইআরআই) প্রতিনিধি দল। বুধবার সকাল ১১টায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৪০ মিনিট আগেজামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, জুলাই সনদের মধ্যে যেগুলো নির্বাচন সংশ্লিষ্ট সেগুলো আগে পাস করে পরে নির্বাচন দিতে হবে। সেই সঙ্গে প্রধান উপদেষ্টার আদেশের মাধ্যমে জুলাই সনদকে আইনি রূপ দিতে হবে।
১ ঘণ্টা আগেবৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিশদ আলোচনা হয়েছে বলে জানান এনসিপির যুগ্ম আহ্বায়ক ও আন্তর্জাতিক সম্পাদক সুলতান মোহাম্মদ জাকারিয়া। তিনি বলেন, আগামী নির্বাচনের প্রক্রিয়া, মাঠ পর্যায়ের নিরপেক্ষতা ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতার বিষয়ে আলোচনা হয়েছে।
১ ঘণ্টা আগে