আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

‘বঙ্গবন্ধু ম্যুরাল’ গুঁড়িয়ে দিলো ছাত্র-জনতা

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার
‘বঙ্গবন্ধু ম্যুরাল’ গুঁড়িয়ে দিলো ছাত্র-জনতা
বঙ্গবন্ধু ম্যুরাল গুড়িয়ে দিল জনতা

মৌলভীবাজারে শেখ মুজিবুর রহমানের ছবি দিয়ে বানানো ‘বঙ্গবন্ধু ম্যুরাল’ গুঁড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা।

রোববার সন্ধ্যায় মেলৗভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থিত ম্যুরালটি ‘হিন্দুস্তান বুলডোজার’ দিয়ে গুড়িয়ে উল্লাস করেন সাধারণ মানুষ। এসময় তারা ‘বাংলাদেশের জমি মুজিবের স্থান নেই’ এই স্লোগান দেন। ম্যুরাল ভাঙার দৃশ্য উৎসুক জনতা মোবাইল ফোনে ধারণ করতে দেখা গেছে।

বিজ্ঞাপন

ছাত্র-জনতার দাবি, এই ম্যুরাল কোনো গণদাবির ভিত্তিতে নির্মাণ হয়নি। সরকারের কোটি কোটি টাকা অপচয় করে, জনমতের তোয়াক্কা না করে এই অবৈধ নির্মাণ করা হয়েছিল। পলাতক স্বৈরাচার শেখ হাসিনার পিতার নামে কোনো কিছু এই বাংলার মানুষ মেনে নেবে না। স্বৈরাচার হাসিনা ও তার বাবা শেখ মুজিবের চিহ্ন মুছে ফেলা হবে। ভারতে বসে পতিত স্বৈরাচার দেশ নিয়ে ষড়যন্ত্রে মেতেছে। আমরা ছাত্রসমাজ সবসময় প্রস্তুত আছি।

তারা বলেন, মুজিবের নামে রাষ্ট্রে জন্ম নিয়েছে এক নতুন রাজতন্ত্র। আর শেখ হাসিনার নেতৃত্বে সেই শাসন পরিণত হয়েছে নজিরবিহীন স্বৈরতন্ত্রে। যে শাসন গণতন্ত্রকে হত্যা করে, যে সরকার নিজের সমালোচনায় ছাত্রদের গুলি চালায়, হাজারো নিখোঁজ, গুম আর মিথ্যা মামলায় দেশকে ভয়ের কারাগারে পরিণত করে, সে শাসনের প্রতীক ভাঙা নৈতিক কর্তব্য।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন