আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

১০ লাখ টাকা চাঁদা দাবি

বৈষম্যবিরোধী আন্দোলনের ২ শীর্ষ নেতাকে শো’কজ

খুলনা ব্যুরো

বৈষম্যবিরোধী আন্দোলনের ২ শীর্ষ নেতাকে শো’কজ

মেলা আয়োজকের কাছে চাঁদা দাবির অডিও ভাইরাল হওয়ার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগর কমিটির সদস্য সচিব জহুরুল ইসলাম তানভীর ও মুখ্য সংগঠক সাজ্জাদুল ইসলাম আজাদকে শো’কজ করেছে কেন্দ্রীয় কমিটি।

সোমবার (৭ জুলাই) রাতে সংগঠনের অফিসিয়াল ফেসবুক পেজে শো’কজের চিঠি আপলোড করা

বিজ্ঞাপন

হয়।

সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুঈনুল ইসলামের সই করা শোকজের চিঠিতে উল্লেখ করা হয়, 'সংগঠনের শৃঙ্খলা ও নীতিমালার পরিপন্থী কার্যকলাপের সঙ্গে যুক্ত হয়েছেন। এ ধরনের কর্মকাণ্ড একজন দায়িত্বশীল হিসেবে আপনার অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক এবং সংগঠনের ভাবমূর্তির জন্য হানিকর। কেন আপনার বিরুদ্ধে স্থায়ীভাবে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না- তা এই নোটিশ প্রাপ্তির ৩ (তিন) কার্যদিবসের মধ্যে লিখিতভাবে কেন্দ্রীয় দফতরে জমা দেয়ার নির্দেশনা প্রদান করা হচ্ছে।'

সম্প্রতি একজন মেলার আয়োজকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবির ১ মিনিট ৩৬ সেকেন্ডের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে সাজ্জাদুল ইসলাম আজাদকে মেলার আয়োজক বগুড়ার মন্টু ইভেন ম্যানেজমেন্টের স্বত্বাধিকারী মন্টু মিয়ার কাছে কাছে ১০ টাকা দাবি করতে শোনা যায়। জহুরুল ইসলাম তানভীর খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ডিসিপ্লিনের অনার্সের শিক্ষার্থী এবং সাজ্জাদুল ইসলাম আজাদ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। ৫ আগস্ট পরবর্তী সময়ে তাদেরকে বিভিন্ন সরকারি কর্মসূচিতে ছাত্র

প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকতে দেখা গেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নানা কর্মসূচিতেও তারা সক্রিয় অংশ নিয়েছেন।

জানতে চাইলে জহুরুল ইসলাম তানভীর আমার দেশকে বলেন, মেলার ঘটনা ছয় মাস আগের। আমার সাথে কথা হয়নি, কথা হয়েছে আজাদের সাথে। কিন্ত আজাদ টাকা নিয়েছে এমন কোন প্রমাণ সেখানে নেই। মেলা হয়েছিল পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের নামে। মেলা নিয়ে কোথায় কার কার সাথে কতো টাকা লেনদেন হয়েছে তা তদন্ত করে প্রকাশ করা হোক। তাহলেই সবকিছু প্রমাণ হয়ে যাবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন