ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার, আওয়ামী লীগ–জাপাসহ সকল ফ্যাসিস্ট রাজনৈতিক শক্তির রাজনীতি চিরতরে নিষিদ্ধ এবং গত ২৯ আগস্ট নুরুল হক নুরসহ গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর সংঘটিত বর্বরোচিত হামলার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদ।
শুক্রবার রাজধানীর পল্টন মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহিদ ওসমান হাদি চত্বরে (শাহবাগ) গিয়ে শেষ হয়। সেখানে আন্দোলনরত ছাত্র-জনতার সঙ্গে সংহতি প্রকাশ করে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করে।
মিছিলে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে নানাবিধ স্লোগান দেন নেতাকর্মীরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

