পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

কূটনৈতিক রিপোর্টার
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ২০: ৪০

পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বিজ্ঞাপন

বুধবার পাকিস্তান হাই-কমিশনে এ বৈঠক হয়। পাকিস্তান হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

পাকিস্তান হাইকমিশনে এনসিপির এ নেতাকে স্বাগত জানান ইমরান হায়দার। এসময় নাহিদ ইসলামের সঙ্গে এনসিপির আন্তর্জাতিক সেলের সহসম্পাদক আলাউদ্দিন মোহাম্মদ এবং আন্তর্জাতিক সেলের সদস্য এস.এম. সুজা উদ্দিন উপস্থিত ছিলেন।

বৈঠককালে উভয়পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এই বৈঠক সম্পর্কে এনসিপির একজন নেতা আমার দেশকে বলেন, আমরা পাকিস্তানি হাইকমিশনারের সাথে পরবর্তী নির্বাচন, সংস্কার সহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেছি। পাকিস্তানি হাইকমিশনার সংস্কার ও নির্বাচনের বিষয়ে আমাদের অবস্থান জানতে চান। আমরা ব্যাখ্যা করেছি কেন আমরা সংস্কার ছাড়া নির্বাচনে অংশগ্রহণ করব না । আমরা মনে করি নির্বাচনের আগেই সকল সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা উচিত।

ইসলামী আন্দোলনের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত