আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হা‌দিকে গু‌লি: অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার দাবি বিএন‌পির

স্টাফ রিপোর্টার
হা‌দিকে গু‌লি: অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার দাবি বিএন‌পির

ঢাকা৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনায় জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে বিএনপি। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এই দাবি জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মাওলানা ভাসানীর জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানটির আয়োজন করে ভাসানী জনকল্যাণ পার্টি।

অনুষ্ঠানে বিএনপির মহাসচিব বলেন, কাল (বৃহস্পতিবার) তফশিল ঘোষণা হয়েছে, আর আজকেই একজন প্রার্থীকে গু‌লি করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। তিনি বলেন, আমি একটা অশ‌নি সংকেত দেখতে পাচ্ছি যে, নির্বাচনকে বানচাল করার জন্য সেই শক্তি আবার চক্রান্ত শুরু করেছে।

বিজ্ঞাপন

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কিছুদিন আগে আপনারা দেখেছেন যে, চট্টগ্রামের আমাদের ক্যান্ডিডেটকে গুলি করেছে, আজকে দেখুন আবার ইন‌কিলাব মঞ্চের ক্যান্ডিডেটকে গুলি করা হয়েছে। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সঙ্গে অবিলম্বে প্রকৃত দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসার দাবী জানাচ্ছি।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, অবিলম্বে সব প্রার্থী নিরাপত্তা নিশ্চিত করুন এবং নির্বাচন যেন সম্পূর্ণভাবে সন্ত্রাসমুক্ত হয় তার জন্য ব্যবস্থা গ্রহণ করুন।

এই ঘটনায় দলের পক্ষ থেকে কর্মসূচির কথা জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ইতোমধ্যেই আমাদের পার্টির চেয়ারম্যান আগামীকাল এই ঘটনার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি আহবান করেছেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, আমরা মনে করি যে এটা চক্রান্তের অংশ। এটাকে এখনই বন্ধ করার জন্য আমরা সরকারের কাছে আহবান জানাই।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন