আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

খালেদা জিয়ার চিকিৎসা

যুক্তরাজ্য-চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের আরো একটি দল আসছেন কাল

স্টাফ রিপোর্টার

যুক্তরাজ্য-চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের আরো একটি দল আসছেন কাল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সহযোগিতা করতে যুক্তরাজ্য এবং চীন থেকে পৃথক দুইটি বিশেষজ্ঞ চিকিৎসক দল আগামীকাল ঢাকায় আসছেন। এ তথ্য নিশ্চিত করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেড এম জাহিদ হোসেন।

মঙ্গলবার রাতে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান সাংবাদিকদের এ তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বর্তমানে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার গঠিত মেডিকেল বোর্ডকে আরো অধিকতর সহায়তা দিতে বিদেশি দুইটি বিশেষজ্ঞ চিকিৎসক টিম বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

ডা. জাহিদ হোসেনের উদ্ধৃতি দিয়ে শায়রুল কবীর জানান, যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞরা খালেদা জিয়ার চিকিৎসা মূল্যায়নে মেডিকেল বোর্ডের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।

চেয়ারপার্সনের পরিবার ও বিএনপির পক্ষ থেকে দেশবাসীর কাছে তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া কামনা করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন