জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে : আমিনুল হক

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১: ৩০

একটি গোষ্ঠী সংস্কারের নামে জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপি ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপি আহবায়ক আমিনুল হক।

রোববার রাজধানীর বারিধারা জি ব্লক সাউথ পয়েন্ট স্কুল মাঠে ঢাকা মহানগর উত্তর ভাটারা থানা বিএনপির কর্মীসভা ও রাষ্ট্র মেরামতের ৩১ দফার কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, তারা ষড়যন্ত্র করে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছে। যার মাধ্যমে মূল কাঠামো ঠিক না করে রাষ্ট্র ভেঙ্গে ফেলার ষড়যন্ত্র হচ্ছে। জাতীয় নির্বাচনের মাধ্যমেই দেশের সামগ্রিক শৃঙ্খলা ফিরবে।

ভোট নিয়ে জাতীয় সাংসদ নির্বাচন আগে না স্থানীয় সরকার নির্বাচন আগে এই প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে আমিনুল হক বলেন,আগে আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোর ভিত্তি প্রস্তর ঢেলে সাজাতে হবে। তিনি বলেন, ‘আপনার ঘরের খুঁটিই যদি ঠিক না থাকে তাহলে আপনি কিভাবে ঘর বানাবেন। আগে ঘরের খুঁটি ঠিক করতে হবে, তারপর ঘর বানাতে হবে।’

এ সময় তিনি বলেন,অন্তবর্তীকালীন সরকারের থাকা স্বৈরাচারের দোসররা নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। যার কারনে জাতির কাঙ্খিত ভোটাধিকার এখনো ফিরে পায়নি।দেশের সকল ক্ষমতার উৎস জনগণ। জনগণ এখন ভোটের মাধ্যমে তার পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে চায়। জনগণের সরকারের মাধ্যমে এ দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে।

কর্মশালায় হাজার হাজার বিএনপি'র নেতাকর্মীকে সাধারণ মানুষের মাঝে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও লক্ষ্য পৌঁছে দেওয়ার আহবান জানান আমিনুল হক।

ভাটারা থানা বিএনপি আহবায়ক আব্দুল লতিফ এর সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম,ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মো. মোস্তফা জামান,যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন প্রমুখ।

জৈন্তাপুরে ‘বিজিবির’ গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ

নির্বাচনের আগে উপদেষ্টা পরিষদের মধ্যেও শুদ্ধি অভিযান জরুরি

দুদিনব্যাপী মেহেদী উৎসব ইবি ‘ছাত্রী সংস্থা’র প্রকাশ্য কার্যক্রম শুরু

বার্ষিক পরীক্ষার আগেই স্কুল-কলেজ ম্যানেজিং কমিটি নির্বাচনের দাবি

‘মুসলমানদের মতো হইয়ো না’ বলা জাভেদকে ধুয়ে দিলেন লাকি আলী

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত