মৌলভীবাজার-২ আসনের বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন করেছেন এডভোকেট আবেদ রাজা সাপোর্টার্স ফোরাম ‘অঙ্গীকার বন্ধন’।
বুধবার রাজধানীর নয়াপল্টনে এ মানববন্ধন করেন এডভোকেট আবেদ রাজা সমর্থকরা। তারা দাবি করেন এ আসনে যাকে বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছে তার মনোনয়ন অবিলম্বে বাতিল করতে হবে।
মানবন্ধনে এ মনোনয়নপ্রত্যাশী বিএনপি নেতা এডভোকেট আবেদ রাজা বলেন, কুলাউড়ায় এমন একজন ব্যক্তিকে প্রাথমিক ভাবে মনোনয়ন দেয়া হয়েছে , তিনি কখনো এক মিনিটের জন্য জেলে যাননি। যার বিরুদ্ধে কোনোমামলা নেই। তিনি আন্দোলনের সময় লন্ডন চলে গেছেন। এটা আমার কথা নয়।
তিনি বলেন, এক মাস আগে কুলাউড়াতে বিএনপির কাউন্সিল সম্পন্ন হয়েছে, সেখানে এই ব্যক্তি পরাজিত হয়েছেন। যিনি নেতাকর্মীদের কাছে পরাজিত হন। সে ব্যক্তি দেশের মানুষের ভোট নিয়ে কিভাবে নির্বাচিত হবেন?
মানববন্ধন থেকে প্রাথমিক প্রার্থী প্রত্যাহারের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর স্মারক লিপি পেশ করা হয়। আসনটিতে প্রার্থী পুনর্বিবেচনা করবে বলে প্রত্যাশা মানববন্ধনে অংশগ্রহণকারীদের।
সংগঠনের সদস্য সচিব এড. আবুল কালাম আজাদের সঞ্চালনায় ও আহবায়ক এনাম আহমদের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সদস্যসচিব এড. শাহ মো. খসরুজ্জামান, সিনিয়র আইনজীবী, কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক এড. আব্দুস সালাম খান, সাবেক ছাত্রদল নেত্রী নিশিতা, সিলেট বিভাগ উন্নয়ন সংগ্রাম পরিষদের নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী, কুলাউড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান প্রমুখ।

