বর্তমান সরকার একটি দুর্বল সরকার: মেজর হাফিজ

উপজেলা প্রতিনিধি, লালমোহন (ভোলা)
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮: ১৬

বর্তমান সরকার একটি দুর্বল সরকার বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মেদ বীর বিক্রম।

শনিবার ভোলার লালমোহনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

দেশে আইন শৃঙ্খলা পুনরুদ্ধারে নির্বাচিত সরকারের বিকল্প নাই উল্লেখ করে তিনি বলেন, প্রফেসর ইউনুস এই দেশের গৌরব। তবে বর্তমান সরকার একটি দুর্বল সরকার। তবুও আমরা এ সরকারকে সহযোগিতা করব।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেজর হাফিজ বলেন, কেউ আইন নিজের হাতে তুলে নিক এটা আমরা চাই না। আমরা আশা করব বর্তমান সরকার শক্ত হাতে আইন শৃঙ্খলা পুনরুদ্ধার করবে এবং রাজনৈতিক দল সমূহের সাথে আলাপ-আলোচনা করে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করে দ্রুত নির্বাচন দিয়ে অরাজকতার হাত থেকে দেশকে মুক্ত করবেন।

মেজর হাফিজ আরো বলেন, এই দেশে গত ১৫ বছরে যেভাবে মানুষকে ঘুম, খুন ও হত্যা করা হয়েছে পৃথিবীর ইতিহাসে এই ধরনের অত্যাচারের ইতিহাস খুঁজে পাওয়া যাবে না। দুর্নীতি করে দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। শুধু তাই নয় সেনাবাহিনীকেও অনেকটা ধ্বংস করে দিয়েছে। বিগত সরকারের গুম খুন ইত্যাদি এক কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছে। অবশেষে অমিত বিপ্লবের মাধ্যমে এই দেশের ছাত্রসমাজ এবং প্রতিবাদী যুবকেরা দুঃশাসনের হাত থেকে দেশকে মুক্ত করে কলুষ মুক্ত করেছে।

মেজর হাফিজ আরো বলেন, জুলাই-আগস্টে ছাত্রজনতার ত্যাগের বিনিময়ে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে। তাই আমরা আশা করি অতি অল্প সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমান অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচনের আয়োজন করবে যাতে জনগণ যাকে ইচ্ছা তাকে ভোট দিতে পারে এবং তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচিত করতে পারে।

এমএস

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত