আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইসির সঙ্গে বৈঠক শেষে যা জানালেন এনসিপির পাটওয়ারী

স্টাফ রিপোর্টার
ইসির সঙ্গে বৈঠক শেষে যা জানালেন এনসিপির পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক বরাদ্দ দিতে আইনি কোনো সমস্যা নেই বলে মন্তব্য করেছেন দলটি মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বৃহস্পতিবার নির্বাচন কমিশনে (ইসি) শাপলা প্রতীকের দাবিতে বৈঠকের পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

নাসীরুদ্দীন বলেন, অসৎ উদ্দেশ্যে শাপলা না দেয়ার পক্ষে ইসি। তবে শাপলা ছাড়া নিবন্ধন হবে না। শাপলা না দিলে অধিকারের প্রশ্নে পিছপা হবে না এনসিপি।

বিজ্ঞাপন

এ সময় তিনি আরও বলেন, শাপল দিতে আইনি কিংবা রাজনৈতিক কোনো বাধা নেই।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দুই ঘণ্টার আলোচনায় শাপলা প্রতীক না দেয়ার আইনি কোনো ব্যাখ্যা দিতে পারেনি কমিশন।

এর আগে, গত ৭ অক্টোবর শাপলা প্রতীক চেয়ে নির্বাচন কমিশনকে (ইসি) আবারও চিঠি দেয় এনসিপি। চিঠির সঙ্গে জাতীয় প্রতীকে দৃশ্যমান শাপলার পরিবর্তে ভিন্ন ভিন্ন কয়েকটি ভার্সনে আঁকা শাপলার নমুনা ছবি যুক্ত করা হয়। একইসঙ্গে ইসির দেয়া ৫০টি বিকল্প প্রতীকের প্রস্তাবকেও প্রত্যাখ্যান করে এনসিপি।

এছাড়া প্রবাসীদের ভোটাধিকারে দ্রুত এ্যাপ চালু, ভোটের তরুণদের মধ্যে যাদের বয়স ১৮হবে ভোটদানের সুযোগ দেয়া এবং বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধন দেয়া নিয়ে প্রশ্ন তোলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন