দোসররা আবার সুযোগ পেলে বলবে জুলাই বিপ্লব ছিল একটি তাণ্ডব: শিশির

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ০০: ৫২

ফ্যাসিস্টের দোসররা আবার যদি সুযোগ পায়; তাহলে এই বিপ্লবকে তাণ্ডব হিসেবে আখ্যা দেবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির।

শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

প্রথম সারির একটি পত্রিকার নিউজের স্ক্রিনশট যুক্ত করে জয়নাল আবেদীন শিশির পোস্টে লেখেন, দোসররা প্রথমে বলেছিল; এটা বিপ্লব নয়, গণঅভ্যুত্থান। তারপর বললো এটি একটি ‘আন্দোলন’। আর এখন বলছে জুলাই বিপ্লব ছিলো ‘সামরিক অভ্যুত্থান’।

তিনি আরো লেখেন, শুয়োরের ছানারা আবার যদি সুযোগ পায়; তাহলে বলবে ‘জুলাই’ ছিলো একটি তাণ্ডব, হাঙ্গামা বা দুর্বৃত্তায়ন এবং দুই হাজার ছাত্র-জনতা শহীদ হয় নাই, হাসিনা কোনো গণহত্যাও চালায় নাই। দোসরদের ওপর লানত।

ওই নিউজে উল্লেখ করা হয়েছে, জুলাইয়ের সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন। অথচ গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান ফ্যাসিস্ট শেখ হাসিনা। এর মাধ্যমে ১৫ বছরের বেশি ক্ষমতায় থাকা আওয়ামী সরকারের পতন ঘটে।

এদিকে আওয়ামী আমলে গুমের ঘটনায় দায়ের দুই মামলার বিচার শুরু হয়েছে। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিলের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। এদিন তদন্তে পাওয়া অভিযুক্তদের গ্রেপ্তার আদেশ চাইলে প্রতিবেদন আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে পরোয়ানা জারি করে আদালত।

অভিযুক্তদের মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক উল্লেখযোগ্য। এছাড়া সেনা গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) পাঁচ সাবেক প্রধান ও পুলিশের সাবেক আইজিসহ ২৮ কর্মকর্তা আছেন।

পরোয়ানা পাওয়া অভিযুক্তদের মধ্যে ডিজিএফআই, র‌্যাব, সিটিআইবিতে কাজ করা কর্মকর্তাদের মধ্যে আছেন তিন লেফটেন্যান্ট জেনারেল, পাঁচ মেজর জেনারেল, ছয় ব্রিগেডিয়ার জেনারেল, তিন কর্নেল এবং পাঁচ লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার সেনা কর্মকর্তা। অভিযুক্তদের মধ্যে ২৩ জনই সামরিক কর্মকর্তা। তাদের মধ্যে ১১ জন এখনো সশস্ত্র বাহিনীতে কর্মরত।

এছাড়া আছেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ। এসব আসামিকে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির ও শুনানির জন্য আগামী ২২ অক্টোবর দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। এঘটনায় দেশজুড়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত