১৩ জুনের বৈঠকে দেশের গুণগত পরিবর্তন হয়েছে: মঈন খান

ঢাবি সংবাদদাতা
প্রকাশ : ১৬ জুন ২০২৫, ১৩: ৫৮

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ১৩ জুন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে দেশের গুণগত পরিবর্তন হয়েছে। এটা অস্বীকারও উপায় নেই , যে যে কথাই বলুক।

বিজ্ঞাপন

সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, দেশের মানুষ না খেয়ে থাকতে রাজি আছে, তবে ভোট না দিয়ে থাকতে রাজি নয়। দেশে তিন তিনটা নির্বাচন হয়েছে, দেখেছেন তো দেশের মানুষ তা মেনে নেয়নি।

তিনি আরও বলেন, ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য ও ব্যবসা বাণিজ্যে উন্নয়ন নিয়ে কীভাবে আমরা কাজ করতে পারি, সে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে' জানান বিএনপির এই শীর্ষ নেতা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত