আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

‘জনগণ তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করবে’

আমার দেশ অনলাইন

‘জনগণ তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করবে’
বক্তব্য রাখছেনইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ছবি: সংগৃহীত

ঢাকা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে আসবেন এবং কোটি মানুষের গণসংবর্ধনার মাধ্যমে তাকে বরণ করা হবে। রোববার (২১ ডিসেম্বর) রাজধানীর গোপীবাগে নাজমা টাওয়ারে ওয়ারী থানার ৩৯নং ওয়ার্ড মহিলা দলের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, তারেক রহমানের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই এবং জনগণ বুক পেতে দিয়ে তার নিরাপত্তা নিশ্চিত করবে। তিনি উল্লেখ করেন, কোটি কোটি মানুষের বুক ভেদ করে এমন কোনো শক্তি নেই যা নেতার ক্ষতি করতে পারবে।

বিজ্ঞাপন

নারীদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে ইশরাক হোসেন বলেন, বাংলাদেশের মোট ভোটারের প্রায় ৫২ শতাংশ নারী। নারীরা ভোটে এগিয়ে এলে রাষ্ট্র পরিচালনায় বড় পরিবর্তন আসবে। বিএনপি ক্ষমতায় এলে নারীদের জন্য বিশেষ আইন ও নীতিমালা প্রণয়ন করা হবে। এছাড়া ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে, যা পরিবারের গৃহিণীর নামে ইস্যু করা হবে এবং নারীদের আর্থিক ক্ষমতায়ন নিশ্চিত করবে।

নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, বিএনপি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় এবং জনগণের ভোটেই সরকার পরিচালিত হবে। ভোট কারচুপি রোধে দলীয়ভাবে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, বিশেষ করে নারী ভোটকেন্দ্রে শুধু নারী পোলিং এজেন্ট নিয়োগের পরিকল্পনা রয়েছে।

ইশরাক হোসেন আওয়ামী লীগের বিরোধিতা করে বলেন, বিগত ১৭ বছরে ভোটের অধিকার ধ্বংস করা হয়েছে এবং বর্তমান সরকার গণতান্ত্রিক নয়, বরং সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত। তিনি উল্লেখ করেন, বিএনপি ক্ষমতায় এলে বিদেশে লুটপাট হওয়া অর্থ দেশে ফিরিয়ে জনগণের কল্যাণে ব্যয় করা হবে।

তিনি শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রসঙ্গও তুলে ধরে বলেন, হাদিরা কখনো মরে না; একজন শহীদ হলে লক্ষ হাদি জন্ম নেয়। হাদির আদর্শ অনুসরণ করে রাজনীতি পরিচালনার চেষ্টা করেছিলেন।

এ সময় ওয়ারী থানা বিএনপি, ঢাকা মহানগর দক্ষিণ যুবদল ও ৩৯নং ওয়ার্ড মহিলা দলের নেতারা উপস্থিত ছিলেন।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন