আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রাজধানীতে এনসিপির আগ্রাসনবিরোধী যাত্রা শুরু

আমার দেশ অনলাইন
রাজধানীতে এনসিপির আগ্রাসনবিরোধী যাত্রা শুরু

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘আগ্রাসন বিরোধী’ যাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে রাজধানীর বাংলামোটর মোড় থেকে তাদের এ যাত্রা শুরু হয়।

যাত্রাটি বাংলামোটর মোড় থেকে কাঁটাবন মোড়, নীলক্ষেত মোড়, পলাশীর মোড় হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হবে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

এনসিপির আগ্রাসনবিরোধী যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন।

এনসিপির আহ্বায়ক-সদস্যসচিব ছাড়াও আগ্রাসনবিরোধী যাত্রায় রয়েছেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, খালেদ সাইফুল্লাহসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা৷

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন