পরাজিত শক্তি ষড়যন্ত্র অব্যাহত রেখেছে : লায়ন ফারুক

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ০৩: ০৫

পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে বলে দাবি করেছেন ১২ দলীয় জোটের নেতা ও ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান। তিনি মনে করেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন বানচাল কিংবা বিলম্বিত করতে নানা ষড়যন্ত্র-চক্রান্ত হচ্ছে। এ ব্যাপারে সবাইকে সজাগ-সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি। বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আফসার আহমদ সিদ্দিকীর ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আফসার আহমদ সিদ্দিকী স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এই অনুষ্ঠান হয়।

বিজ্ঞাপন

লায়ন ফারুক বলেন, গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরে আসবে- এ কথা কোনো রাজনীতিবিদ বা সাধারণ মানুষ কেউই বিশ্বাস করে না। জনগণ তাদের ওপর আস্থা হারিয়েছে। কিন্তু পরাজিত এই শক্তি দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাই গণ-অভ্যুত্থানের ঐক্য অটুট রাখতে হবে, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

প্রয়াত আফসার আহমদ সিদ্দিকী প্রসঙ্গে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পথ ধরেই তিনি রাজনীতি করেছেন। তার আত্মার মাগফিরাত কামনা করছি।

প্রয়াত আফসার আহমদ সিদ্দিকীর সহধর্মিণী ও বিএনপির কেন্দ্রীয় নেত্রী জাহানারা সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এতে আরও বক্তব্য রাখেন- বিএনপির সহ-সম্পাদক কাদের গণি চৌধুরী, জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খান, ন্যাশনাল লেবার পার্টির দলীয় মুখপাত্র মো. শরিফুল ইসলাম, বরগুনা জেলা ন্যাশনাল লেবার পার্টির নেতা আবু সালেহ প্রমুখ। পরে প্রয়াত আফসার আহমদ সিদ্দিকীর রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত