ইসির সঙ্গে বৈঠক শেষে মঈন খান

বিতর্কিত কর্মকর্তাদের ভোটের দায়িত্ব দেয়া যাবে না

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ১৩: ২৮
আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ১৪: ৩৭

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বিতর্কিত কর্মকর্তাদের ভোটের দায়িত্ব দেয়া যাবে না।

বিজ্ঞাপন

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে বেলা ১টার দিকে সাংবাদিকদের তিনি একথা বলেন।

মঈন খান বলেন, অতীতের সব প্রশাসনিক কর্মকর্তাকে বাদ দিয়ে নতুনভাবে নির্বাচন পরিচালনা করা বাস্তবসম্মত নয়। তাদের মধ্যে যারা অতীতে চাপ বা ভয়ের কারণে অন্যায় করেছে, তাদের এখন গণতান্ত্রিক প্রক্রিয়ায় সঠিকভাবে দায়িত্ব পালনে উৎসাহিত করতে হবে। আমি বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ অন্তরে গণতান্ত্রিক। মানুষ যখন বুঝবে নির্বাচন সুষ্ঠু হবে, তখন এটি উৎসবমুখরে রূপ নেবে।

বিএনপির এই নেতা বলেন, বিএনপি আগেই নির্বাচনী সংস্কার সংক্রান্ত প্রস্তাব নির্বাচন কমিশনে কাছে জমা দিয়েছে। সেই প্রস্তাবগুলো বিবেচনায় নিয়ে কমিশন যদি সুপারিশগুলো বাস্তবায়ন করতে পারে, তহলে আসন্ন নির্বাচন হবে দেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি মাইলফলক।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত