দৈনিক আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমানের মা বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপিকা মাহমুদা বেগমের ইন্তেকালে শোক প্রকাশ করেছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)।
রোববার সংগঠনটির এক শোক বার্তায় বলা হয়, অধ্যাপিকা মাহমুদা বেগম তাঁর কর্মজীবনে চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, তিতুমীর কলেজসহ দেশের বিভিন্ন খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলার শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষিকা, মমতাময়ী মা এবং বহু শিক্ষার্থী ও গুণগ্রাহীর শ্রদ্ধার পাত্র।
৬ জুলাই মাহমুদুর রহমানের জন্মদিন। এই দিনে তিনি মায়ের চিরবিদায় বরণ করলেন। আমরা তাঁর প্রতি জানাই গভীর সমবেদনা ও মর্মস্পর্শী শুভকামনা।
আপ বাংলাদেশ-এর পক্ষ থেকে আমরা মরহুমার রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার ও আত্মীয়ের প্রতি জানাই গভীর সমবেদনা। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন। আমিন।

